সোমবার, ২০ মে ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিকাশ অ্যাপে খোলা যাচ্ছে সেভিংস এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ! ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা ডিএমপি ভারত থেকে রেলের ২০০ বগি কিনছে বাংলাদেশ, চুক্তি সই মেয়রের সামনে কাউন্সিলর রতনকে জুতাপেটা করলেন কাউন্সিলর চামেলী বাজেট অধিবেশন শুরু ৫ জুন দেশের অর্থনীতি শূন্যে, ক্র্যাশল্যান্ডিং হতে পারে বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক মেয়েকে ঘুমে রেখে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুললেন মা প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড তৈরি করতে বলেছেন বঙ্গবন্ধু শান্তি পুরস্কার দেবে বাংলাদেশ, নীতিমালা অনুমোদন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রেসিডেন্ট রাইসি নিহত, ইরানে পাঁচদিনের শোক ঘোষণা প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ : কাদের পাহাড়ে অপহরণ চক্রের প্রধান অস্ত্রসহ গ্রেফতার

অপরাধ বড় ভাইয়ের জেল খাটছে ছোট ভাই!

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ১০৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধি: আদালতের রায়ে অপরাধ করেছেন বড় ভাই। কিন্তু সাজা খাটতে হচ্ছে ছোট ভাইকে। বড় ভাইয়ের গ্রেপ্তারি পরোয়ানায় ছোট ভাইকে জেলে পুরেছে পুলিশ। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে গত এক মাস ধরে জেল খাটছেন ছোট ভাই সজল মিয়া (৩৪)। গত রবিবার সজল তাঁর আইনজীবীর মাধ্যমে মুক্তি চেয়ে আদালতে আবেদন করেছেন।

জানা গেছে, ভুক্তভোগী সজল মিয়ার বাড়ি রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম পশ্চিমপাড়া মহল্লায়। তাঁর বাবার নাম তোফাজ উদ্দিন। সজলের বড় ভাইয়ের নাম সেলিম ওরফে ফজল। নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফজল দীর্ঘদিন ধরে পলাতক। তার অনুপস্থিতিতে ২০০৯ সালের ২৮ আগস্ট মামলার রায় হয়।

এদিকে দীর্ঘদিন লাপাত্তা থাকায় ফজলকে ধরতে গত ৩০ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সজলদের বাড়িতে অভিযান চালায় নগরীর শাহমখদুম থানা পুলিশ। এসময় ফজলের পরিবর্তে সজলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর ওই মামলায় সজলকে পলাতক ফজল বানিয়ে কারাগারে পাঠানো হয়।

সজলের পক্ষ থেকে আদালতে মুক্তি চেয়ে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে করা আবেদনের সঙ্গে সজল এবং তাঁর অপর তিন ভাই ও চার বোনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেয়া হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পরিচয়পত্রগুলো সত্যায়িত করে দিয়েছেন। এছাড়া প্রমাণ হিসেবে সজলের জমি খারিজের ডিসিআর, জমির দলিলসহ বিভিন্ন কাগজপত্রও জমা দেওয়া হয়েছে। সজল এবং তাঁর ভাই ফজলের ছবি সম্বলিত স্ট্যাম্পের কপিও দাখিল করা হয়েছে।

সজলের আইনজীবী মোহন কুমার সাহা বলেন, অপরাধী না হয়েও সজল সাজা ভোগ করছেন। পুলিশ মনে হয় ভুল করে, অথবা প্রতিপক্ষ দ্বারা প্রভাবিত হয়ে নির্দোষ সজলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। বিষয়টি আদালতকে জানিয়ে তাঁর মুক্তির জন্য আবেদন করা হয়েছে। আদালতের বিচারক আগামী ১১ জুন সজলকে আদালতে হাজির করে শুনানির দিন ধার্য্য করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, আমরা ঠিক আসামিকেই ধরেছি। মামলার সাক্ষীরা আসামিকে শনাক্ত করেছে। এ নিয়ে তারা হলফনামাও দিয়েছে। আর ভুল আসামি দাবি করে আদালতে মুক্তির আবেদনের বিষয়টি আমার জানা নেই।

বাংলা৭১নিউজ/এমএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com