বাংলা৭১নিউজ,(ধামরাই)প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে ইন্ধরা গ্রামে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করা সেই শ্বশুর আমির আলী আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ধামরাই থানা পুলিশ তাকে আটক করে। পরে পুত্রবধূ তার শ্বশুরের বিরুদ্ধে ওই রাতেই একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।
উল্লেখ্য, প্রভাবশালী আমির আমিন তার ছেলে আরিফুল ইসলাম সৌদি আরব থাকায় একই বাড়িতে শ্বশুর শ্বশুড়ির সঙ্গে বসবাস করেন তার স্ত্রী অঞ্জনা। শ্বশুরের নজর ছিল ওই পুত্রবধূর দিকে।
ঘটনার দিন আম কেটে দেয়ার কথা বলে কৌশলে রাতের আঁধারে ছেলের বউয়ে ঘরে প্রবেশ করে শ্বশুর আমিন। সরল মনে শ্বশুরকে আম কেটে দেন পুত্রবধূ অঞ্জনা। আম খেয়ে লম্পট শ্বশুর ঘুমের ভান ধরে ছেলের বউয়ের ঘরের খাটের নিচে শুয়ে পড়ে। এ সময় পুত্রবধূও খাটে ঘুমিয়ে পড়ে।
ঘুমের সময় শ্বশুর পুত্রবধূকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। পরে সজাগ পেয়ে চিৎকার দেয়ার চেষ্টা করে সে। এরপর শ্বশুর কাউকে না বলার জন্য পুত্রবধূর কাছে মাফ চায়। কিন্তু ছেলের বউ ধর্ষণের চেষ্টা ঘটনা সকলের কাছে প্রকাশ করে দেন। এখন ঘটনাটি পুরো এলাকা তোলপাড়ের সৃষ্টি হয়।
নির্যাতিত প্রবাসী স্ত্রী জানান, ধর্ষণের চেষ্টার সময় তার হাতে পায়েও ধরেছি। কান্না করেছি। মেয়ে বলে স্বীকৃতি চেয়েছি। কিন্তু আমার এত কাকুতি সে শোনেনি। তাই সকলের কাছে ঘটনা প্রকাশ করে দেয়ায় সে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বরং আমাকে টাকা দেয়ার লোভ দেখিয়েছে সে। আমি তার কঠোর বিচার চাই।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই কামরুল ইসলাম জানান, এ ব্যাপারে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূ অঞ্জনা থানায় ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেছে। আইনগতভাবেই তার বিচার হবে।
বাংলা৭১নিউজ/আরএস