বাংলা৭১নিউজ,(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কালাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার পান্নাত পাটিকাপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আবুল কালাম উপজেলার উত্তর জাওরানী গ্রামের শামছুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে উপজেলার পান্নাত পাটিকাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে এতে আবুল কালাম দুই পায়ে গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাকে আহত অবস্থায় গ্রেফতার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান ও কনস্টেবল জাহিদুল ইসলাম আহত হয়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী আবুল কালামের বিরুদ্ধে থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/এম বিআর