শনিবার, ২২ জুন ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পুতিনকে একজোড়া কুকুর দিলেন কিম জং উন মৌলভীবাজারে বন্যার পানি কেড়ে নিলো দুই প্রাণ বজ্রপাতে প্রাণ গেল শিশুসহ দুইজনের ‘হায়াত-মউত আল্লাহর হাতে’, শ্রমিকদের মৃত্যু প্রসঙ্গে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ সাইলোর মতো খাদ্যভাণ্ডার ছিল বলেই করোনা-যুদ্ধ অতিক্রম করতে পেরেছি ৮ জুলাই পর্যন্ত স্থগিত সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা এখনো আছাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী কুড়িগ্রামে তিস্তার তীরে তীব্র ভাঙন বন্যায় মিঠামইন সড়ক দায়ী হলে সেখানে পানি পারাপারের ব্যবস্থা করবে সরকার যৌথ সভায় বসেছে আওয়ামী লীগ রোহিঙ্গা সংকটের সবচেয়ে ভুক্তভোগী বাংলাদেশ: ফখরুল ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করলো কানাডা ভারতের সঙ্গে বৈরিতা করে বিএনপি দেশের ক্ষতি করেছে: কাদের বাজেট পাস হয়নি, অনেক কিছু পুনর্বিবেচনা করা সম্ভব : অর্থমন্ত্রী ক্যাশ কালেকশনে বিকাশের বি২বি সলিউশন ব্যবহার করবে সিঙ্গার সুপার এইটে টাইগার ওপেনারদের ‘অগ্নিপরীক্ষা’ ভারতে বিষাক্ত মদপানে ৩৭ জনের মৃত্যু বিপিসির ৯ বছরে মুনাফা ৫৭ হাজার ৩৮৮ কোটি টাকা মুসলিম ছেলেকে বিয়ে নিয়ে চর্চা: সোনাক্ষীর বাবা বললেন, ‘খামোশ’

ফুলবাড়ীতে ভিজিডি’র সঞ্চয়ের টাকা না পেয়ে ইউএনও অফিস ঘেরাও

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২০ মে, ২০১৯
  • ৫৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: দুই বছর ধরে খেয়ে না খেয়ে মাসিক দুইশত টাকা হারে তিল তিল করে সঞ্চয় করেছেন চার হাজারআটশত টাকা। লাভসহ ওই টাকার পরিমান দাড়িয়েছে চার হাজার নয়শত এগার টাকা। কিন্তুপ্রকল্পের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস অতিবাহিত হলেও অফিসের বারান্দায় বার বার ধর্না দিয়েওটাকা না পেয়ে ইউএনও’র কার্যালয় ঘেরাও করেছেন নারীরা ।

রবিবার সকাল সাড়ে এগারটার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নিবার্হী অফিসারের (ইউএনও) কার্যালয়ঘেরাও করে বিক্ষোভ করেন ভিজিডি’র কার্ডধারী দুই শতাধিক হতদরিদ্র নারী। পরে দ্রুততমসময়ের মধ্যে সঞ্চয়ের টাকা ফেরত দেয়া ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতিতে পরিস্থিতি শান্তহয়েছে।

জানা গেছে, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় বাংলাদেশ সোস্যাল ডেভেলপমেন্ট একাডেমী(বিএসডিএ) ও ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি) নামের দুইটি এনজিও’র বাস্তবায়নে ১লাজানুয়ারী ২০১৭ইং ফুলবাড়ী উপজেলায় দুই বছর মেয়াদী ভিজিডি প্রকল্পের কার্যক্রম শুরু হয়।৬টি ইউনিয়নের ৫৭৯৯ জন হতদরিদ্র নারীকে জনপ্রতি ৩০ কেজি চাউল প্রদানের বিপরীতে পাসবইয়ের মাধ্যমে মাসিক ২০০ টাকা সঞ্চয় জমা নেয়া হয় । সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখার০১০২৭৬৫০ ও ৩৪১৩৮৫১৯ নম্বর হিসাবে ২ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৩২০ টাকা জমা হয় দুই
বছরে।

কিন্তু প্রকল্পের মেয়াদ শেষে স্ধসঢ়;ঞ্চয়ের টাকা হাতে হাতে বিতরণ করলে ছিনতাই হতে পারেএমন অজুহাতে সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখা থেকে ওই টাকা ডাচ-বাংলা ব্যাংক কুড়িগ্রাম শাখায় স্থানান্তর করা হয়।

তালুক শিমুলবাড়ী গ্রামের মজিয়া বেগম (৩৭) নাওডাঙ্গা বারাইতারী গ্রামের ছপিয়াবেগম(৩৬) নাগদাহ গ্রামের রহিমা বেগম (৩৮) জানান, তাদের প্রত্যেকের ৪ হাজার ৯১১ টাকা করে জমা থাকলেও দিনের পর দিন ঘুরে তারা টাকা পাচ্ছেন না। পানি মাছকুটি গ্রামেরহাসুমনি (৩৫) জানান, তার ৪ হাজার ৯১১ টাকা জমা থাকলেও তিনি মাত্র ৪ হাজার ৩০০ টাকা পেয়েছেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিঃ দাঃ) জয়ন্তী রানীর মোবাইলে একাধিকবার কল করলেওতিনি রিসিভ করেননি।

ফুলবাড়ী উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ মাসুমা আরেফিন বলেন, টাকা স্থানান্তরের ব্যাপারে আমি কিছুই জানিনা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছুটিতে আছেন তাইজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে সঞ্চয়ের টাকা প্রদানের
ব্যবস্থা করা হবে।

বাংলা৭১নিউজ/এস.এ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com