বাংলা৭১নিউজ,ডেস্ক : এরআগে তিনি লিওনেল মেসিকে ব্যক্তিত্বহীন এবং নেতৃত্ব দেয়ার অযোগ্য বলে কটাক্ষ করেছিলেন।
এবার ডিয়েগো ম্যারাডোনা বললেন, বর্তমান আর্জেন্টিনা জাতীয় দলের চেয়ে তার ১৯৮৬ বিশ্বকাপজয়ী দল ভালো ছিল।
এদিকে মেসিকে অবসরের সিদ্ধান্ত বদলে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন ম্যারাডোনা। কিন্তু আর্জেন্টিনার মিডিয়াকে এও বলেছেন যে, এই আর্জেন্টিনা দল থেকে তার সময়ের আর্জেন্টিনা দল ভালো ছিল। এক অর্থে মেসির আর্জেন্টিনাকে কটাক্ষ করলেন ম্যারাডোনা!
’৮৬ বিশ্বকাপ জয়ের ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ম্যারাডোনা বলেন, ‘প্রতিটি পার হওয়া মুহূর্ত আমাদের বড় করে তুলেছে। আমরা চিলির বিপক্ষে খেলি। জার্মানিকে হারিয়েছি আমরা। এক দলের সঙ্গে আরেক দলের পার্থক্য রয়েছে।’
ইঙ্গিতটা যে মেসিদের প্রতি, তা সুস্পষ্ট। ম্যারাডোনা বোঝাতে চাইছেন, মেসির আর্জেন্টিনা ১৯৮৬-র হিরো নয়। এএফপি।
বাংলা৭১নিউজ/সিএইস