শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

স্পেনকে বিদায় করে ইতালির প্রতিশোধ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক : গত ইউরোর ফাইনালে শোচনীয় হার; এর আগেরবার কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে বিদায় – পর পর দুই ইউরোতে স্পেনের কাছে পরাজয়ের প্রতিশোধ নিল ইতালি।

গত দুই বারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে আন্তোনিও কন্তের দল।

প্রথমার্ধে জর্জ চিয়েল্লিনির সুযোগ-সন্ধানী গোলের পর ম্যাচের যোগ করা সময়ে জয় নিশ্চিত করেন গ্রাৎসিয়ানো পেল্লে। কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপীয় ফুটবলের আরেক পরাশক্তি জার্মানি।

গত ফাইনালে ইতালিকে ৪-০ গোলে হারানো স্পেনকে সাঁ-দেনিতে সোমবার সন্ধ্যায় খুঁজে পাওয়া যায়নি। শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল ইতালির।

আক্রমণেও বেশি ওঠে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্পেনের গোলরক্ষক ডি গিয়া দারুণ দুটি সেভ না করলে প্রথমার্ধেই একাধিক গোল পেত তারা।

অষ্টম মিনিটে আলেসান্দ্রো ফ্লোরেন্সির ফ্রি-কিকে পেল্লের হেড জালে ঢোকার পথে নিচের দিকে ঝাঁপিয়ে ফেরান ডি গিয়া।

স্পেনের রক্ষণে কয়েকবার হানা দেওয়ার পর ৩৩তম মিনিটে এগিয়ে যায় ইতালি। ব্রাজিলে জন্ম নেওয়া এদেরের নিচু শট ডি গিয়া ঠেকালে ছুটে এসে ফিরতি বল জালে পঠিয়ে দেন চিয়েল্লিনি।

বিরতির আগে বাঁ দিক থেকে বল নিয়ে এসে এমানুয়েলে জাক্কেরিনির দূরপাল্লার শট লাফিয়ে এক হাতে দুর্দান্ত সেভ করেন ডি গিয়া।

বিরতির পর স্পেনকে আক্রমণের বেশি সুযোগ দেয়নি ইতালি। শুরুর দিকে মোরাতার হেড সহজেই ঠেকান জিয়ানলুইজি বুফন।

৫৫তম মিনিটে ব্যবধান বাড়ানোর সহজতম একটি সুযোগ নষ্ট করেন এদের। বল নিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি এই ফরোয়ার্ড। সোজাসুজি আসা শট ঠেকিয়ে দেন ডি গিয়া।

ম্যাচের শেষ ১৫ মিনিটে স্পেন বেশ কয়েকটি ভালো আক্রমণ করলেও গোল পায়নি। ৭৬তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার ভলি দক্ষতার সঙ্গে ফেরান বুফন। পরের মিনিটে জেরার্ড পিকের দুরপাল্লার শট ডানে ঝাঁপিয়ে ঠেকান বর্ষীয়ান এই গোলরক্ষক।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে পিকের ভলি দুর্দান্তভাবে ঠেকিয়ে ম্যাচটা অতিরিক্ত সময়ে নিতে দেননি বুফ্ফন। উল্টো যোগ করা সময়ে বদলি হিসেবে নামা মাত্তেও দারমেইনের শটে বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে একটু উপরে উঠলে কাছ থেকে ভলিতে জালে জড়ান পেল্লে।

২০০৮ সালের ইউরোতে চ্যাম্পিয়ন হওয়ার পথে কোয়ার্টার-ফাইনালে পেনাল্টি শুটআউটে ইতালিকে হারিয়েছিল স্পেন। এরপর থেকে ইতালির কাছে স্পেন হয়ে পড়েছিল প্রায় অজেয়।

গত আসরের ফাইনালের পর ২০১৩ সালের কনফেডারেশন কাপেও ইতালি হেরেছে। আগের ১১টি ম্যাচের মধ্যে একটিতেই কেবল জিতেছিল তারা। দারুণ জয়ে হিসাবটা চুকানো শুরু করলো তারা।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com