বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্ব অনুষ্ঠিত আইনশৃংখলা সমন্বয় কমিটির সভায় হিলিকে মাদকমুক্ত ঘোষনার জন্য মাদক ক্রয়- বিক্রয় বন্ধ, চোরাচালান ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
আলোচনায় অংশ নেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, হাকিমপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে।
বাংলা৭১নিউজ/আরএম