শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

ফাইনালে ওঠার ম্যাচে বাংলাদেশ একাদশে চমক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৫৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৯৬ রানে হারায় উইন্ডিজ। উড়ন্ত সূচনা করা ক্যারিবীয়দের পরের ম্যাচে মাটিতে নামায় টাইগাররা। তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে লজ্জা দেয় মাশরাফি বাহিনী। এতে ৪ পয়েন্ট পকেটে পুরে লাল-সবুজ জার্সিধারীরা।

ফাইনালে ওঠার রেশেই ছিল বাংলাদেশ। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। ২ পয়েন্ট ঝুলিতে আসে টাইগারদের। সেই সঙ্গে অপেক্ষা বাড়ে।

গেল শনিবার আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে উইন্ডিজ। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে হোল্ডার বাহিনী। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে আইরিশরা। আর দুই ম্যাচে ৬ পয়েন্ট বাংলাদেশের। তাই এ ম্যাচে জিতলেই ফাইনালে উঠে যাবে মাশরাফির দল।

গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে থাকতে পারে চমক। এ সম্ভাবনা প্রবল। অনুশীলনে কোমরে ব্যথা পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্বকাপ স্কোয়াডে থাকা সদস্যকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই ফাইনালে ওঠার ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ।

তবে চমক হতে পারে সাইফউদ্দিনের বদলি খেলোয়াড়টি। ওয়েস্ট ইন্ডিয়ানদের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে ছিলেন না রুবেল হোসেন। কিছুটা সাইড স্ট্রেইনের ইনজুরিতে ভোগা এই পেসারের সম্ভবত এ ম্যাচে মাঠে নামা হচ্ছে না। ফলে চমক হয়ে টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া আবু জায়েদ রাহীর ওয়ানডে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ডাবলিনের ম্যালাহাইডে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। এটিও বিগ স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রান পেয়েছেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে স্কোয়াডে থাকা নতুন খেলোয়াড়দের নামিয়ে পরখ করতে চেয়েছিলেন কোচ স্টিভ রোডস। বৃষ্টিতে সেই ম্যাচ ভেসে যাওয়ায় তা সম্ভব হয়নি। তবে এ ম্যাচ গুরুত্বপূর্ণ হওয়ায় সম্ভবত কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাবে না বাংলাদেশ। শুধু চোট পাওয়া সাইফউদ্দিনের জায়গায় একটি পরিবর্তন আসতে পারে। ঢুকতে পারেন আবু জায়েদ। আবার সাইফ থেকেই যেতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আবু জায়েদ রাহি/মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

বাংলা৭১নিউজ/এম.এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com