রবিবার, ২৬ মে ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন উপমন্ত্রী দক্ষ জনশক্তি রপ্তানিতে দেশ ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে ‘এ পরিবারে জন্ম হওয়াটাই আমার ভুল হয়েছে’ দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশি পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে চাঁদাবাজি, যুবক গ্রেফতার পৃথিবীর কাছাকাছি ‘বাসযোগ্য’ নতুন গ্রহ আবিষ্কার বিজ্ঞানীদের জাতিসংঘ শান্তিরক্ষী নিয়ে প্রচারিত তথ্যচিত্রের প্রতিবাদ আইএসপিআরের ইসরায়েলগামী আরও তিন জাহাজে হুথির হামলা রেকর্ড গড়ে বড় পতনে সোনা উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পরিচয়ে ফেসবুকে হারবাল পণ্যের রমরমা বাণিজ্য তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪২ ছুঁই ছুঁই এমপি আনার হত্যা: অপরাধী হলে শিলাস্তির বিচার চান দাদা ভারতীয় প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সালমান এফ রহমানের ডলার সংকটে আমদানি কম, রাজস্ব ঘাটতি ৬৭ কোটি ৮৯ লাখ টাকা রামপুরায় রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু ঢাকায় এসেছেন ‘কুরুলুস উসমান’ খ্যাত অভিনেতা বুরাক আবারও নিজেকে ‘ঈশ্বরের দূত’ বললেন মোদি ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ওলামা লীগের মানববন্ধন

প্রধানমন্ত্রীকে যে কথা আর বলেন না পাপন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১২ মে, ২০১৯
  • ৯৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: ত্রিদেশীয় সিরিজের ফাইনালের স্বাদ পেয়েছে টাইগাররা কয়েকবার কিন্তু শিরোপার স্বাদ পাওয়া হয়নি একবারও।

আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে বেশ চাঙ্গা টাইগাররা। প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে মাশরাফি বাহিনী।

পঞ্চপাণ্ডবের ব্যাট থেকে রান ঝড়ছে। যে কারণে সিরিজের ফাইনালে ওঠার স্বপ্ন তো রয়েছেই। প্রথম ত্রিদেশীয় সিরিজের শিরোপা ছোঁয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকমণ্ডলী।

উইন্ডিজের বিপক্ষে জিতে এই সিরিজে বেশ ভালো অবস্থানেই রয়েছে বাংলাদেশ। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে মাশরাফিদের সিরিজ জেতার কথা বলেন কেউ একজন।

সঙ্গে সঙ্গে তিনি থামিয়ে দিয়ে বলেন, ‘এ কথা আর বইলেন না।’

তার চোখে রহস্যময় এক আশঙ্কার ছবি ফুটে ওঠে। না পাওয়ার বেদনার ছাপ দেখা দেয় চোখেমুখে।

এমন কথা বলার পেছনের রহস্যটাও প্রকাশ করেন বিসিবিপ্রধান।

ত্রিদেশীয় সিরিজের কথা আনলেই বুকটা কেঁপে ওঠে তার। মনে পড়ে যায় নিদাহাস ট্রফির ফাইনালের ঘটনা। এর পর এশিয়া কাপে বাংলাদেশের তীরে এসে ডোবানোর ঘটনাও চোখে ভেসে ওঠে।

পাপন জানান, নিদাহাস ট্রফির ফাইনালের ঘটনা বারবারই বুকে এসে বিদ্ধ হয়। সেদিন ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় ছিল হাতের মুঠোয়। ১২ বলে জিততে ভারতের দরকার ছিল ৩৪ রান।

বিসিবিপ্রধান জানান, জয়ের ব্যাপারে এতটাই নিশ্চিত ও উচ্ছ্বসিত ছিলেন যে, সেই প্রেমাদাসা স্টেডিয়ামের ভিআইপি বক্স থেকে ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলেন, প্রথমবারের মতো ফাইনাল জিততে চলেছে বাংলাদেশ!

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। ১৯তম ওভারে রুবেল হোসেনের দেয়া ২২ রানের কারণে শেষ ওভারে ব্যবধান ১২ রানে। নিয়ে আসে ভারতীয় ব্যাটসমান।

পার্টটাইমার বোলার সৌম্য সরকারের দুর্দান্ত বোলিংয়ে শেষ বলে ৫ রান দরকার পড়ে ভারতের।

অর্থাৎ জিততে হলে শেষ বলে ছক্কা হাঁকাতেই হবে ভারতকে। কিন্তু ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন দীনেশ কার্তিক।

এর পর একইভাবে সেই ভারতের কাছেই স্বপ্নভঙ্গ হয়েছে এশিয়া কাপে। শিরোপার সুঘ্রাণ পাওয়া হয়েছে, তবে তা একবারও কোল জুড়ায়নি মাশরাফির।

নাজমুল হাসান পাপন বলেন, ‘নিদাহাস ট্রফির ফাইনালে আপাকে (প্রধানমন্ত্রী) ফোন করে এ কথাই বলেছিলাম- ‘আপা, এই প্রথম ত্রিদেশীয় সিরিজ জিততে যাচ্ছি।’ কে জানে, শেষ দুই ওভারে ৩৪ রান নিয়ে নেবে ভারত! এর চেয়ে দুঃখ আর কিছুই হতে পারে না। এর পর থেকে আর কিছু বলি না। ম্যাচটাও ভুলতেই পারি না।

বাংলা৭১নিউজ/এলএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com