বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকার বখাটের ছুরিকাঘাতে মোস্তাক আহমদ (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
শুক্রবার (১০ মে) দিবাগত রাত ৯টার দিকে মুরাদপুরের পিলখানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাক আহমদ সাতকানিয়া উপজেলার দেওয়ান মাহমুদের ছেলে। তিনি ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এবং সেখানে একটি পান-সিগারেটের দোকান চালাতেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক জানান, ছেলের সঙ্গে পাড়ার বখাটে ছেলেদের বিরোধ মেটাত গিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মোস্তাক আহমদ নিহত হয়েছেন।
তিনি জানান, ওই এলাকায় আড্ডা দেয়া নিয়ে মোস্তাক আহমদের ছেলের সঙ্গে স্থানীয় বখাটে যুবকদের ঝগড়া হয়। পরে এর রেশ ধরে মোস্তাক আহমদের সঙ্গেও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তাক আহমদকে ছুরিকাঘাত করে শাহাদাত নামে এক যুবক। ঘটনার পরপরই খুনি শাহদাতকে আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এলএ