বাংলা৭১নিউজ,(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লায় আলী আকবর নামে একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় পালাতে গিয়ে গণপিটুনিতে নিহত হন ঘাতক আলম।
বুধবার রাতে সদর উপজেলার বালুতুপা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী আকবর স্থানীয় বাসিন্দা মৃত চারু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলী আকবর স্থানীয় এক ব্যক্তির জানাজায় অংশ নেন। নামাজ থেকে বাড়ি ফেরার পথে আলম নামে ওই যুবক আলী আকবরের গলায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করেন।
কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আবু ছালাম মিয়া জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুজনের মধ্যে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা এখনও তা জানা যায়নি। এই হত্যাকাণ্ডের কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/এলএ.এফ