বাংলা৭১নিউজ,(লালমনিরহাট)প্রতিনিধি: রেললাইনে বসে মোবাইলে ভিডিও গান দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মাজেদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় লালমনিরহাট পৌরসভা এলাকার তালুক খুটামারা বানভাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মাজেদুল ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, মাজেদুলের বাড়ির পাশেই রেললাইন। রেললাইনে বসে মোবাইলে ভিডিও গান দেখছিলেন তিনি। এ সময় পাটগ্রাম থেকে পার্বতীপুরগামী একটি আন্তঃনগর ট্রেন এলে মাজেদুল তাতে কাটা পড়ে মারা যান।
এ বিষয়ে লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই তার দাফন সম্পন্ন হয়েছে।
বাংলা৭১নিউজ/এলএ.এফ