বাংলা৭১নিউজ,ঢাকা : রাজধানীর উত্তরায় ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফট ছিঁড়ে আগুনে দগ্ধ মাহমুদুল হাসান মারা গেছেন। আগুনে তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে।
আজ ভোর ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গতকাল সন্ধ্যায় মার্কেটের ক্যাপসুল লিফট ছিঁড়ে আগুনের ঘটনায় ছয়জন মারা যান।
ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল বলেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে একই পরিবারের তিনজনকে এখানে ভর্তি করা হয়। এর মধ্যে মাহমুদুল হাসানের ৮০ শতাংশ, তার মেয়ে মেহনাজ হাসান মায়শার ৪৪ শতাংশ ও ছেলে মুনতাকিন হাসানের ২৩ শতাংশ শরীর পুড়ে গেছে। ভোরে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হাসানের মৃত্যু হয়।
শুক্রবার সন্ধ্যায় উত্তরা ৩ নম্বর সেক্টরে আলাউদ্দিন টাওয়ারের ১৬ তলা ভবনের ছয়তলায় লিফট ছিঁড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৬টার দিকে আলাউদ্দিন টাওয়ারের দোতলার লিফট হঠাৎ বিকট শব্দে নিচে পড়লে বিস্ফোরণ হয়। এ সময় মার্কেটে অবস্থানরত ক্রেতা ও ব্যবসায়ীরা ছোটাছুটি করতে থাকেন। বিস্ফোরণে ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, পরে আরো নয়টি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা চলায়।
সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা বলেন, রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বাংলা৭১নিউজ/সিএইস