বাংলা৭১নিউজ,ঢাকা: কয়েক দিন দেশবরেণ্য অভিনয়শিল্পী এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতির খবর পাওয়া যায়। স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন, গত শুক্রবার লাইফ সাপোর্টও খুলে দেওয়া হয়। এরপর মুখে স্বাভাবিক খাবার দেওয়া হয়। আজ সকালে হঠাৎ আবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর চিকিৎসকেরা দ্রুত তাঁকে লাইফ সাপোর্ট নেন। এ তথ্য জানিয়েছেন এ টি এম শামসুজ্জামানের ছোট ভাই আলহাজ সালেহ জামান সেলিম। তিনি বলেন, আজ সকাল ১০টায় উনার শরীরটা খারাপের দিকে গেলে আবার লাইফ সাপোর্টে দেওয়া হয়। শরীরে ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না, তাই তাকে আবারো লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।
সবাই উনার জন্য দোয়া করবেন। দেশবরেণ্য অভিনয়শিল্পী এ টি এম শামসুজ্জামান রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক রাকিব উদ্দিন তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করছেন। আগেই জানানো হয়েছে, এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে এ টি এম শামসুজ্জামানকে। শারীরিক অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার দুপুরে তাঁকে প্রথম লাইফ সাপোর্ট দেওয়া হয়। ৭৮ বছর বয়সী এ টি এম শামসুজ্জামান গত ২৬শে এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন। তাঁর খুব শ্বাসকষ্ট হচ্ছিল। সেদিন রাত ১১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁর শরীরে একটা অস্ত্রোপচার করা হয়। যদিও সফলভাবে অস্ত্রোপচার হয়, তারপরও বয়সের কারণে তাঁর শারীরিক কিছু সমস্যার সৃষ্টি হয়। ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। তখন তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। বার্ধক্যের কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শখের বশে অভিনয় করতে দেখা গেছে এ টি এম শামসুজ্জামানকে। তাঁর অভিনীত ‘আলফা’ ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ছবিটি গত ২৬ শে এপ্রিল দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ টি এম শামসুজ্জামান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক ও গল্পকার। অভিনয়ের জন্য কয়েকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিল্পকলায় অবদানের জন্য তিনি ২০১৫ সালে একুশে পদকও পেয়েছেন।
বাংলা৭১নিউজ/এম.আর