বাংলা৭১নিউজ,(মাদারীপুর)প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে একটি আবাসিক হোটেল থেকে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রুবেল খান নামের এক যুবক এবং ওই হোটেলের দুই কর্মচারীকে আটক করা হয়েছে। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রুবেল খান ওই স্কুলছাত্রীকে নিয়ে রোববার দুপুরে স্বামী-স্ত্রী পরিচয়ে শিবচর পৌর বাজারের ৭১ উৎসব হোটেলের ৩০৫ নম্বর কক্ষে ওঠেন। সন্ধ্যায় হোটেলের কর্মচারীরা ওই ঘরের দরজা খোলা দেখতে পান এবং ভেতর মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতে লাশটি উদ্ধার করে। পরে হোটেলের সিসিটিভি ভিডিও দেখে এবং মেয়েটির ব্যাগে থাকা ডায়েরি পড়ে রুবেল খানের পরিচয় জানা যায়।
পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজারের তোতা খানের ছেলে রুবেল কাঁঠালবাড়ি লঞ্চঘাটে সুপারভাইজার হিসেবে চাকরি করতেন। রাতে লঞ্চ মালিক সমিতির সহায়তায় লঞ্চঘাট এলাকা থেকে রুবেলকে আটক করা হয়।
আনোয়ার হোসেন বলেন, মেয়েটি শিবচরের একটি স্কুলের নবম শ্রেণিতে পড়তো।
তার সঙ্গে প্রেমের স¤পর্ক ছিল বলে দাবি করেছে রুবেল। রুবেলের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আনোয়ার জানান, ওষুধ খাইয়ে মেয়েটির সঙ্গে মিলিত হয় সে। একপর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ভয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার খায়রুল এবং হোটেল বয় রোনাল্ডকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলা৭১নিউজ/এম.আর