শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা সাফা থেকে ৩ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ইসলামী ব্যাংক একদফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ সাদ অনুসারীদের চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২ ঢাকার বাসায় ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস প্যারাগুয়ের কাছে হার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বরিশালের সাবেক এমপি টিপু কেরানীগঞ্জে গ্রেপ্তার মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব, প্রশ্ন মোস্তফা সরয়ার ফারুকীর বর্তমান সরকার শহীদ ও আহতদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারবে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সামনে দুটি পথ খোলা থাকবে ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র এএমসিএলসহ ৪৬ প্রতিষ্ঠান পেলো আইসিএমএবি পুরস্কার চট্টগ্রামের উন্নয়নে ৩ খাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন ডা. শাহাদাত তিনদিনের মধ্যে এনআইডির ক্যাটাগরি করতে ইসির নির্দেশ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনাবাহিনীর বিশেষ অভিযান বেনাপোলে চালু হলো কার্গো টার্মিনাল, কমবে ভোগান্তি বাড়বে বাণিজ্য জাবি থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সংস্কার চান তারেক রহমান

ত্রিদেশীয় সিরিজ শুরু আজ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৫ মে, ২০১৯
  • ৮৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। টুর্নামেন্টের আরেক দল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগামী ৭ মে মাঠে নামবে টাইগাররা। তবে উদ্বোধনী ম্যাচে জয় চায় আইরিশ-ক্যারিবিয়ান উভয় দলই। ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় শুরু হবে প্রথম ম্যাচটি। প্রতিটি ম্যাচ একই সময়ে শুরু হবে।

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষে গেল শুক্রবার রাতে ওয়ানডে খেলেছে আয়ারল্যান্ড। এক ম্যাচের এ সিরিজে হার মানে আইরিশরা। তবে যাচ্ছেতাইভাবে বিশ্বের এক নম্বর দলের কাছে হারেনি তারা। লড়াই করেছে স্বাগতিকরা। তাতে ইংলিশদের হারের ভয় ধরিয়ে দিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও ভাগ্যের কাছে হার মানে র‌্যাংকিংয়ের ১২তম দলটি। অভিষেক ম্যাচ খেলতে নামা উইকেটরক্ষক বেন ফোকস ও বোলার টম কারানের সপ্তম উইকেটে ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে স্বস্তির জয় পায় ইংল্যান্ড।

এমন হারে হতাশ হলেও বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলের বিপক্ষে ম্যাচটি ত্রিদেশীয় সিরিজে অনেক বেশি কাজে দেবে বলে মনে করেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। এ ম্যাচ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন বলে জানান তিনি, ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলেছি। অল্প পুঁজি নিয়েও বোলাররা যেভাবে লড়াই করেছে তা সত্যিই প্রশংসনীয়। এ ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমাদের ভুলগুলো বুঝতে পারলাম। এ ম্যাচের অভিজ্ঞতা ত্রিদেশীয় সিরিজে কাজে লাগবে। ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ খুবই ভালো দল। তাদের সঙ্গে সহজে জয় পাওয়া যাবে না। তিন বিভাগেই আমাদের ভালো করতে হবে। তবে জয় দিয়ে আসর শুরু করতে পারলে দারুণ হবে।

তিনজাতি সিরিজ সামনে রেখে ডাবলিনের প্রেমবার্ক ক্রিকেট ক্লাব মাঠে অনুশীলন করেছে উইন্ডিজ। নেটে বোলারদের নিয়ে বেশি সময় ঘাম ঝরিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ সামনে রেখে এ টুর্নামেন্ট দিয়ে নিজেদের গুছিয়ে নিতে চাইছে তারা। ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার বলেন, কিছুদিন পরই শুরু হচ্ছে বিশ্বকাপের মত বড় ইভেন্ট। ক্রিকেট বিশ্বের সবচেয়ে মর্যাদাকর আসর। ওই আসরে ভালো করতে চায় সব দলই। আমরাও এর ব্যতিক্রম নই। এ সিরিজ দিয়ে নিজেদের ঝালিয়ে নেয়া যাবে। সিরিজটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে ৪/৫টি ম্যাচ খেলতে পারবো আমরা। ম্যাচগুলো দিয়েই বিশ্বকাপের জন্য নিজেদের ভালোভাবে গুছিয়ে নিতে হবে আমাদের। এখান থেকেই ভালো ক্রিকেট খেলে বিশ্বমঞ্চে পা রাখতে চাই আমরা।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি

৫ মে : আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, বিকাল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।

৭ মে : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, বিকাল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।

৯ মে : বাংলাদেশ-আয়ারল্যান্ড বিকাল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।

১১ মে : আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, বিকাল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।

১৩ মে : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, বিকাল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।

১৫ মে : বাংলাদেশ- আয়ারল্যান্ড, বিকাল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।

১৭ মে : ফাইনাল, বিকাল ৩টা ৪৫ মিনিট, ডাবলিন।

বাংলা৭১নিউজ/এম.আর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com