বাংলা৭১নিউজ,(চাঁদপুর)প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ঢালাইয়ের পরদিনই একটি ব্রিজে ফাটল দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার ঢালাই কাজ করার পর শুক্রবার ওই ব্রিজে বড় ধরনের ফাটল দেখা দেয়। এতে স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এনায়েতপুর-ডাটরা সড়কের রাজ নারায়ণ খালের ওপর নির্মিত হচ্ছে এই ব্রিজ। এটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুর বাজারের ব্রিজ বলে পরিচিত।
চলতি বছরের শুরুতে বিকল্প কোনো রাস্তা না তৈরি করে এ ব্রিজের কাজ শুরু করেন ঠিকাদার। এতে দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আর এতে করে ঠিকাদার কাজ দ্রুত করতে গিয়ে কাজে চরম অনিয়ম করেছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান জানান, এই ব্রিজ আর চাই না। এখানে নতুন করে ব্রিজ নির্মাণ করা হোক।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, আমরাও চাই ব্রিজটি ভালোভাবে নির্মাণ করা হোক।
স্থানীয়রা জানান, নিম্নমানের সিমেন্ট ব্যবহার করায় ব্রিজটিতে ফাটল ধরেছে। ব্রিজটি ঢালাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে বড় বড় কয়েকটি ফাটল দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। ব্রিজটির কাজে ১২০ বস্তা সিমেন্টের মধ্যে মাত্র ৮০ বস্তা সিমেন্ট ব্যবহার করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
এ ব্যাপারে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী রাহাতের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি পাওয়া গেছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী প্রকৌশলীকে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সহকারী প্রকৌশলী মো. জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, পানি না দেয়ায় এই ফাটল তৈরি হয়েছে।
বাংলা৭১নিউজ/এস.এ