বাংলা৭১নিউজ,ঢাকা: কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের সাথে দুই সন্ত্রাসী গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাত সোয়া ৩টায় লেমশিখালী বেড়ীবাঁধ এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে, ১টি বন্দুক ও ২টি তাজা কার্তুজ এবং ১০টি খালি খোসা জব্দ করা হয়েছে।
কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
ওসি জানান, ভোররাতে লেমশীখালী বেড়িবাঁধ এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় তারা পুলিশের উপরও গুলিবর্ষণ করে। এতে দুই পুলিশ আহত হন। পুলিশদল আত্মরক্ষায় গুলি ছুঁড়লে তারা পিছু হটে। এ সময় অন্তত ৩০/৪০ রাউন্ড গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থলে দু’জনের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। এছাড়াও ১টি বন্দুক ও ২টি তাজা কার্তুজ এবং ১০টি খালি কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে, মনে হচ্ছে এর জলদস্যুই হতে পারে। দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
বাংলা৭১নিউজ/একে