বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজার গণহত্যাকে স্বীকার করে না, তাদের নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই কঠোর তদারকির অভাবে সুন্দরবন পুড়ে ছাই হচ্ছে : বাপা আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না: নুর বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ দলের সভা ডেকেছেন শেখ হাসিনা সব সূচকে পিছিয়ে ঢাকা, বাসযোগ্যতায় দরকার রাজনৈতিক সদিচ্ছা বিএনপির বহিষ্কৃত নেতার কাছে ধরাশায়ী আ’লীগের ৫ নেতা কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ঝালকাঠিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় অগ্নিসংযোগ-গুলিবর্ষণ, আহত ৪ সিলেট থেকে ছেড়ে গেল বিমানের হজ ফ্লাইট চট্টগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে রাষ্ট্রপতির আহ্বান আইসিসির ওপর নিষেধাজ্ঞার আভাস যুক্তরাষ্ট্রের এফডিসিতে নিপুণের শাস্তির দাবিতে শিল্পীদের মিছিল বোরো ধানের ফলনে সন্তোষ, দামে হতাশ কৃষক তেহরানে ইব্রাহিম রাইসির জানাজা পড়ালেন আয়াতুল্লাহ খামেনি তরুণরা ব্যবসায় এগিয়ে এলে বিনিয়োগ নিয়ে পাশে থাকবে প্রাণ অবশেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যে তিন দেশ হিমালয়সহ পাহাড়-পর্বত রক্ষায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে লাল গোলাপের সাজে মোহনীয় লুকে ভাবনা এমপি আনোয়ারুল হত্যাকাণ্ড দুই দেশের কোনো বিষয় নয়: পররাষ্ট্রমন্ত্রী

‘কোনও দেশে নেই এমন নিয়ম’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২১ জুন, ২০১৬
  • ১২৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। গত রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বৈঠকে নেয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। যেগুলো নিয়ে এখন প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশ্লেষকরা।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দল নির্বাচনের নতুন প্রক্রিয়ায় তিন সদস্যের নির্বাচক প্যানেলের সঙ্গে যোগ হবে নির্বাচক কমিটি। ক্রিকেট পরিচালনা-প্রধানের নেতৃত্বাধীন এই কমিটিতে থাকবেন জাতীয় দলের কোচ এবং ম্যানেজার।

প্রধান নির্বাচকের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল দল গঠনের আগে কমিটির সঙ্গে বসে তাদের চাহিদা জানবে এবং দল নির্বাচনের পর আবারও আলোচনায় বসে খেলোয়াড় তালিকায় সবার সম্মতি নেবে। চূড়ান্ত অনুমোদনের জন্য এরপর সেটি যাবে সভাপতির কাছে।

চন্ডিকা হাথুরুসিংহের কোচ থাকাকালীন বাংলাদেশ দল বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কিন্তু কোচের নির্বাচনী প্রক্রিয়ায় থাকাটা কতটা নিয়মিত ঘটনা?

ক্রিকেট বিশ্লেষক সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান বলেছেন ‘দুই কক্ষ বিশিষ্ট একটা ব্যতিক্রমী নির্বাচনী প্রক্রিয়া আমাদের এখানে রাখা হয়েছে। বাংলাদেশের মত এই সিস্টেম এখন কোনও দেশে নেই’ । তিনি বলেছেন, হয়তো কোঅপারেশনের সমস্যা হচ্ছিল সিলেকশন কমিটির সাথে কোচের।

এদিকে টিম ম্যানেজারকে নির্বাচনী প্রক্রিয়ায় রাখা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কারণ বলা হয় টিম ম্যানেজারের কাজটা দলের আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত করা।

সে পদে ক্রিকেটের বাইরের কেও থাকতে পারেন। তবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যারা থাকেন তারা ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরাই থাকেন।

রাকিবুল হাসান বলেছেন, “টিম ম্যানেজারকে নির্বাচনী প্রক্রিয়ায় রাখাতে আমার মত অনেকেই অবাক হয়েছেন। কারণ যখন টিম ট্যুর করে তখন টিম ম্যানেজারের যদি ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তাকে সাথে নেয়া হয়। কিন্তু দেশের মধ্যে নির্বাচনী প্রক্রিয়ায় রাখাতে আমার খটকা লেগেছে”।

২০১৯ সালের বিশ্বকাপকে সামনে রেখে বোর্ডের এইসব সিদ্ধান্ত কতখানি ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার জন্য উদগ্রীব ক্রিকেট বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি বাংলা

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com