বাংলা৭১নিউজ, ডেস্ক: বাহরাইনের স্বৈরতান্ত্রিক সরকার দেশটির শীর্ষ পর্যায়ের শিয়া আলেম শেখ ঈসা আহমাদ কাসিমের নাগরিকত্ব কেড়ে নিয়েছে। বাহরাইনের সরকারি বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।
বাহরাইনের বিরোধীদলের সঙ্গে ঘনিষ্ঠ ওয়েবসাইট ‘দ্যা বাহরাইন মিরর’ও খবরটি নিশ্চিত করেছে। ওয়েবসাইটের এক খবরে বলা হয়েছে- শেখ কাসিমকে চরমপন্থা ছড়িয়ে দেয়ার জন্য অভিযুক্ত করে তার নাগরিকত্ব কেড়ে নেয়া হয়েছে। আলে খলিফা সরকারের এই পদক্ষেপের ফলে বাহরাইনের রাজনৈতিক সংকট আরো জটিল হবে বলে মনে করা হচ্ছে।
এ প্রসঙ্গে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভাষায় বলেছে, শেখ কাসিম বিদেশি শক্তির সহায়তায় দেশে সক্রিয়ভাবে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা করছিলেন। মন্ত্রণালয় আরো দাবি করেছে, শিয়া এই আলেম তার ধর্মীয় পরিচয় ব্যবহার করে রাজনৈতিক ও বৈদেশিক স্বার্থে কাজ করছিলেন। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, শেখ কাসিম বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন অথবা সরকারের প্রতি অনুগত থাকার বিপরীত কাজ করেছেন।#
বাংলা৭১নিউজ/সিএইস