সোমবার, ০১ জুলাই ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মকর্তাদের কাজ করতে হবে সব বিভাগে ভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা আরও ৫০০ কোটি ডলার দান করলেন ওয়ারেন বাফেট ‘সুন্দরবনের মধু’ বাংলাদেশের জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে নিত্যপণ্যের দাম নাগালে রাখতে কর্পোরেট নির্ভরশীলতা কমাতে হবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন সংস্থার এপিএ চুক্তি এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় ১০ হাজার বাজেটে বিদেশনির্ভরতা কমিয়ে আনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী বিরোধীদের রেকর্ডভাঙা জয়ের পূর্বাভাস, কত আসন পাবে লেবার পার্টি বিশ্ববিদ্যালয় অচল হলে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত ভারতকে রেল করিডোর দেওয়া দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিদেশ যেতে মতিউরের স্ত্রীর আবেদন এবার সেই ফয়সালকে বগুড়ায় বদলি সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন শিক্ষার দুর্নীতি ভাষায় প্রকাশ করা যায় না পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীরা এইচএসসি পরীক্ষার সময় বৃষ্টি হলে সময় বাড়বে নুর ও রাশেদের বিরুদ্ধে ভবন মালিকের মামলার প্রতিবেদন পেছাল ৯৯৯-এ ফোন করে মেঘনায় আটকে পড়া ৭ ছাত্র উদ্ধার বেড়েছে অনলাইন জুয়া, নিয়ন্ত্রণে দরকার সমন্বিত প্রচেষ্টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৮৭ রুটে ৪৮ ঘণ্টার ধর্মঘট

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৬৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: মাদক উদ্ধারের নামে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে বাস থেকে চালককে নামিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ৮৭টি রুটে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছেন পরিবহন শ্রমিকরা।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ ৮৭ রুটে (৬৮টি আন্তঃজেলা ও ১৯টি স্থানীয়) এ ধর্মঘট চলবে।

পরিবহন শ্রমিক নেতারা আলটিমেটাম দিয়েছেন- ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে সোমবার রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে দুই দফায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছেন চট্টগ্রামের পরিবহন শ্রমিকরা।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ ৮৭ রুটে (৬৮টি আন্তঃজেলা ও ১৯টি স্থানীয়) চট্টগ্রাম থেকে চলাচলকারী যাত্রীবাহী পরিবহনে শ্রমিক ধর্মঘট আহ্বান করা হয়েছে।

এ ছাড়া রোববার সকাল ৬টা থেকে পর দিন সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় (চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজার) পণ্য ও যাত্রীবাহী উভয় ধরনের পরিবহনে শ্রমিক ধর্মঘট ডাকা হয়েছে।

নগরীর বিআরটিসি মার্কেট এলাকায় অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন অফিসে মঙ্গলবার সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম শাখার যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (চট্টগ্রাম ও সিলেট) সভাপতি মৃণাল চৌধুরী মঙ্গলবার রাতে  বলেন, ‘শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের চালক জালাল উদ্দিনকে (৪৩) ডিবি পুলিশ পরিচয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে এই শ্রমিক ধর্মঘট ডাকা হয়েছে।’

মৃণাল চৌধুরী জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী শ্যামলী এনআর পরিবহনের একটি বাস পটিয়ার শান্তিরহাট এলাকায় এলে সাদা মাইক্রোবাসে করে আসা একদল লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালক জালাল উদ্দিনকে হাতকড়া পরিয়ে বাস থেকে নামায়। তাদের হাতে অস্ত্র, হ্যান্ডকাফ ও ওয়্যারলেস ছিল। তারা মাদক বের করে দিতে বলে।

এর পর দফায় দফায় চালক জালালকে পেটানো হয়। স্বীকারোক্তি আদায়ের জন্য একপর্যায়ে তার চোখে গামছা বেঁধে পানি ঢালা হয়। বাসে তল্লাশি চালানো হয়। এর পরও মাদক পাওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় চালক জালালকে বাসে ফেলে রেখে চলে যায় ডিবি পরিচয় দানকারী ব্যক্তিরা।

এর পর শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ বিকল্প চালক পাঠিয়ে বাসটি ও এর চালককে চট্টগ্রাম নিয়ে আসেন। আহত চালক জালালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত চালকের বাড়ি দিনাজপুর বলে তিনি জানান।

বাংলা৭১নিউজ/এস.এ.বি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com