বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কবির উদ্দিনকে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
কবির উদ্দিন জানান, রাত ১টার দিকে গৌরীপুর থেকে মাওহা ইউনিয়নের বিষমপুর নিজ বাড়িতে ফিরছিলেন মো. কবির উদ্দিন। পথে সিংচাপুর নামক এলাকায় কয়েকজন মুখোশধারী তার গতিরোধ করে।
এ সময় মুখোশধারীরা তাকে ধরে জোরপূর্বক কয়েকটি সাদা স্ট্যাম্পে তার টিপসই নেয়। এরপর হাত-পা বেঁধে তাকে গাছে ঝুলিয়ে মেরে ফেলার চেষ্টা চালায়।
হামলাকারীদের মধ্যে দুভাগে বিভক্ত হয়ে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। দুর্বৃত্তদের কয়েকজনকে চিনতে পেরেছেন তিনি।
খবর পেয়ে তার আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন কবীর উদ্দিনকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি শোনেছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এস.এ.বি