ফুলপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পল্লীগ্রামে গুপ্তধন পাওয়া গেছে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কৌতুহলের সৃষ্টি হয়। পরে সংবাদ পেয়ে ফুলপুর থানার পুলিশ সেখানে গিয়ে ৩১ পিস মুদ্রাভর্তি একটি মাটির হাঁড়ি উদ্ধার করে ফুলপুর থানায় নিয়ে আসে।
মুদ্রাগুলো ১৮৭৪, ১৮৮৫, ১৮৯৭, ১৯০১ সালের বলে নিশ্চিত হওয়া গেছে। মুদ্রার গায়ে সে সময়ের রানি ও ময়ূরের ছবি আঁকা আছে। এতে বোঝা যায় মুদ্রাগুলো বৃটিশ আমলের। শালীয়াকান্দা গ্রামের সরকার বাড়ির একটি পুরাতন ঘরের ভিটা থেকে মুদ্রাগুলো উদ্ধার হয় বলে জানা গেছে। এর আগে গত ৭ এপ্রিল এলাকায় প্রায় ৫০ কেজি ওজনের পাথরের তৈরি একটি মূর্তি উদ্ধার হয়। কষ্টিপাথরের ধারণা করা হলেও পরে প্রত্নতত্ব বিভাগের পরীক্ষার পর জানা যায় সেটি পাথরের তৈরি।
উদ্ধারকৃত মুদ্রাগুলো বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার সেকেন্ড অফিসার এসআই সুমন জানান, মুদ্রাগুলো ময়মনসিংহ জেলা প্রশাসকরে মাধ্যমে প্রত্নতত্ব বিভাগে পাঠানো হবে।
বাংলা৭১নিউজ/এস.এ.বি