সোমবার, ২০ মে ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংকের সচেতনতা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত ‘দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই’ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করতে চায় কানাডা কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু দূতাবাসগুলোর কার্যক্রম তদারকির নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্যসেবার আওতাধীন খাতে ইউজার ফি আদায়ে নীতিমালার সুপারিশ ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের সহজলভ্য উৎস খোঁজার তাগিদ প্রতিমন্ত্রীর বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি টেকসই উন্নয়নে সময়োপযোগী আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য জামিন নামঞ্জুর, কারাগারে ইশরাক ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পুলিশ কর্মকর্তা কঙ্গোতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা কমলাপুর আইসিডি’র নিয়ন্ত্রণ নৌপরিবহন মন্ত্রণালয়কে নিতে সুপারিশ ভোট কম পড়ার বড় ফ্যাক্টর বিএনপি : ইসি আলমগীর অভিবাসী কর্মীদের টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার

ভারতে ১৩ রাজ্যের ৯৫ আসনে দ্বিতীয় দফার ভোট শুরু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ১০৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: পশ্চিমবঙ্গ-সহ ভারতের ১৩টি রাজ্যে ৯৫টি আসনে আজ  দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আসনে ভোট তামিলনাড়ুতে। ৩৯টি আসনের মধ্যে ৩৮টি আসনেই দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। টাকা বিলির অভিযোগে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে ভেলোর কেন্দ্রের নির্বাচন বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। গোটা তামিলনাড়ুতেই এক দফায় ভোটগ্রহণ হচ্ছে।

ভোটগ্রহণ শুরু হতেই বিভিন্ন জায়গায় ইভিএম বিভ্রাটের অভিযোগ উত্থাপন করছেন প্রার্থীরা। ইভিএম বিভ্রাটে কলিয়াগঞ্জে ভোট দিতে পারলেন না রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী।দার্জিলিংয়ের ব্লুম ফিল্ড হাইস্কুলে ভোট দিতে পারলেন না মোর্চা নেতা বিনয় তামাং।মেখলিগঞ্জের একটি বুথে মক পোলিং চলাকালীন ইভিএম-এ সমস্যা ধরা পড়ে।

উত্তরবঙ্গে লোকসভার মোট আসন ৮টি। তার মধ্যে দুটি আসন, কোচবিহার ও আলিপুরদুয়ারে নির্বাচন হয়েছে প্রথম দফাতেই। দ্বিতীয় দফায় তিনটি আসনে নির্বাচন হচ্ছে। উত্তরবঙ্গের বাকি তিনটি আসন বালুরঘাট, মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে তৃতীয় দফায়। ওই দফার ভোটগ্রহণ ২৩ এপ্রিল।

এবার লোকসভা নির্বাচন সাত দফায়। গত ১১ এপ্রিল প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। ওই দিন দেশের ২০টি রাজ্যের ৯১টি লোকসভা আসনে ভোটগ্রহণ হয়। আজ, দেশের ১৩ রাজ্যের ৯৫টি আসনে ভোট নেওয়া হবে। আজ ভাগ্য নির্ধারণ হবে রাজ বব্বর, হেমামালিনী, কানিমোঝি, ফারুক আদুল্লার মতো প্রার্থীদের।

কেন্দ্র রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের এই রায়গঞ্জে গতবারের জয়ী সিপিএমের পলিটব্যুরো সদস্য প্রার্থী মহম্মদ সেলিম এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ সিপিএম আশা করছে সেলিমের জেতা আসন ঘরে রাখতে পারবে৷ সেলিমের বিপরীতে কংগ্রেস হেভিওয়েট দীপা দাসমুন্সী৷ রায়গঞ্জ এক সময় দীপার স্বামী প্রিয় দাসমুন্সীকে জয়যুক্ত করত৷

কং-সিপিএমের ভোট কাটাকাটিতে ২০১৪ সালে সেলিম রায়গঞ্জে জিতে যান৷ কিন্তু পাঁচ বছর পর ওই কাহিনী দীপা মনে আর রাখবেন কেন? সেবারে তো প্রিয় দাসমুন্সীর ভাই-ই দীপার বিরুদ্ধে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে যান৷ ফ্যামেলি ফাইট, ভোট কাটাকাটিতে জিতে যান সেলিম৷ এবারে অবশ্য প্রিয়-দীপা পুত্র প্রিয়দীপ এবং প্রিয় ভ্রাতা সত্যরঞ্জন দাসমুন্সী – দু’জনেই দীপা দাসমুন্সীর হয়ে কোমর বেঁধে নেমেছেন৷ সুতরাং ভোট কাটাকাটির কোনও সুযোগ সেই৷

২০১৪ সালে দীপা সেলিমের কাছে ১৬৩৪ ভোট হেরেছিলেন৷ তৃতীয় স্থান পেয়েছিলেন বিজেপি প্রার্থী নিমু ভৌমিক৷ এবারে রায়গঞ্জ কেন্দ্র কিছুতেই সেলিমের হাতে ছাড়তে চাননি দীপা৷ কংগ্রেস-সিপিএম মহলে অনেকে আড়ালে বলছেন, রায়গঞ্জের ভবিষ্যতের কংগ্রেস প্রার্থী প্রিয়দীপ নিজেই৷

প্রিয়র গড়কে সামলাতে বাম-কং আসন সমঝোতার রাস্তায় সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ান দীপা নিজেই৷ সেলিমের আগেই তিনি এলাকায় প্রচার শুরু করে দিয়েছিলেন৷ তবে যদি ভেবে থাকেন রায়গঞ্জে লড়াইয়ে সেলিম-দীপা ছাড়া আর কেউ নেই তবে ভুল করবেন৷ গতবারে, সেলিম জিতবেন কেউ আশা করেনি৷ এবারে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সেলিম-দীপাকে বেগ দেবেন বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা৷ তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল কত ভোট পান সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের৷

কেন্দ্র দার্জিলিং: গোর্খাদের পাশে আছে বিজেপি৷ কিছুদিন আগেই বলে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ দলের সভাপতি যা বলেছেন, সেকথাই জলপাইগুড়িতে আবার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তবে পাশে থাকার বার্তা দিলেও গোর্খাদের কোনও বিশেষ দাবির বিষয়ে কিছুই বলেননি মোদী৷ ৷ তিনি বলেন, ‘‘গোর্খা ভাইদের বলছি আমরা আপনাদের সঙ্গে রয়েছি৷’’ এবারের দার্জিলিংয়ে নির্বাচন ভোট বিশেষজ্ঞদের কাছে খুবই চিত্তাকর্ষক৷ বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খাদের উপর অত্যাচার করেছে৷

গোর্খাদের উদ্দেশ্যে একথা বলেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ এছাড়াও জাতীয় নাগরিক পঞ্জিকরণ বা এনআরসি প্রশ্নে মোদী বলেছেন, গোর্খাদের এনআরসি নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই৷ গোর্খা ভাইদের কোনও লোকসান হতে দেব না৷ তবে যারা শরণার্থী তারা কংগ্রেস সরকারের ভুল সিদ্ধান্তের জন্য ভুক্তভোগী৷ তাদের নাগরিকত্ব দেওয়া হবে৷ ২০১৪ লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্র থেকে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে জিতেছিল বিজেপি৷ কিন্তু এই লোকসভা কেন্দ্রে বিজেপির সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন না৷ তার বদলে বিজেপি প্রার্থী রাজু সিং বিস্ত৷ বিজেপি প্রার্থীকে সমর্থন করছে বিমল গুরুং নিয়ন্ত্রিত গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফ৷ অন্যদিকে বিনয় তামাং নিয়ন্ত্রিত গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন অমর সিং রাই৷

দার্জিলিংয়ে এবার বিজেপি-তৃণমূলের সমানে সমানে টক্কর৷ গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং গোষ্ঠী বিজেপি প্রার্থীকে সমর্থন করছে বলে সরাসরি নির্বাচনে লড়াই করছে না৷ কিন্তু তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বিনয় তামাং গোষ্ঠী প্রতীকসহ লড়াই করতে চেয়েও পারছে না৷ কারণ নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সম্পাদক রোশন গিরি৷ সেক্ষেত্রে আদালতে মামলা লড়েও দলের প্রতীক হস্তগত করতে পারেনি বিনয়৷ ঘাসফুল প্রতীকেই তার প্রার্থীকে নির্বাচনে লড়াই করতে হচ্ছে৷

মোদীও বলেন, কিছু তৃণমূলের পে-রোলে থাকা কেউ আতঙ্ক ছড়াচ্ছে৷ তাদের দিন শেষ৷ রাজনৈতিক মহলের অনেকেই বলছে, বিনয় তামাংকে উদ্দেশ্য করেই ওই কথা বলেছে মোদী৷ দার্জিলিংয়ে সিপিএম প্রার্থী সমন পাঠক৷ তাঁর বাবা প্রয়াত আনন্দ পাঠক দীর্ঘদিন পাহাড়ি রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন৷ দার্জিলিংয়ে রক্তাক্ত গোর্খা আন্দোলনের সময় থেকেই দার্জিলিং জেলার পার্বত্য অংশে আনন্দবাবু পরিচিত কাজে লাগিয়ে সিপিএম জমি খোজার চেষ্টা করেছে৷

বাবার পর বাম রাজনীতিতেই অংশ নেন পুত্র সমন৷ সাংসদও হয়েছিলেন৷ নেপালি-হিন্দি-বাংলাতে সাবলীল সমন পাহাড়ের ভূমিপুত্র৷ সম্প্রতি, দার্জিলিংয়ের প্রচারে গিয়ে নেপালি ভাষাতেই ভোট চান তিনি৷ সঙ্গে ছিলেন সীতারাম ইয়েচুরি এবং দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক জীবেশ সরকার৷ উল্লেখযোগ্য ঘটনা হল গত এক দশকে এই প্রথম দার্জিলিং শহরে সিপিএম সরাসরি প্রচার করতে পেরেছে৷ যদিও পাহাড়ি রাজনীতিতে মোর্চার আগ্রাসী গোর্খা আন্দোলনের সময় অন্যকোনও দল প্রকাশ্যে আসতে পারত না৷ শঙ্কর মালাকারকে দার্জিলিং কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা করে কংগ্রেস। যে পরিস্থিতিতে ঠিক হয়ে গিয়েছিল যে বাম-কং আসন সমঝোতা সম্ভব নয় তখনই দার্জিলিং কেন্দ্রে সমন পাঠককে প্রার্থী করেছিল সিপিএম।

কেন্দ্র জলপাইগুড়ি: এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ড. জয়ন্ত রায় শেষ মূহুর্ত পর্যন্ত মনোনয়ন দিতে পারবেন বলে আশা করেননি বিজেপি নেতা মুকুল রায়৷ কারণ সরকারি ডাক্তার জয়ন্তর পদত্যাগপত্র গ্রহণ করছিল না রাজ্য সরকার৷ তবে শেষ পর্যন্ত তাঁর পদত্যাগপত্র নেওয়া হয়েছে৷ তিনি বিজেপির হয়ে লড়াই করবেন তৃণমূল কংগ্রেসের জয়ী সাংসদ বিজয়কৃষ্ণ বর্মনের বিরুদ্ধে৷ বিজেপির দাবি, জলপাইগুড়ি তারা জিতবেই৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এখানে জনসভা করে দিয়েছেন৷ ‘জনবিস্ফোরণ’ দেখে মঞ্চে দাঁড়িয়ে মোদী বলেন, ‘‘দিদির তো ঘুম উড়ে গেল৷’’ জলপাইগুড়িতে বিজেপির ইস্যু নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসি৷ বেআইনি বাংলাদেশী অনুপ্রবেশকারী আটকাতে রাজ্য সরকার ব্যর্থ এবং অনুপ্রবেশকারীদের মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাংক বানিয়েছেন – দাবি বিজেপির৷

অন্যদিকে বিজেপির চালেই পালটা দিতে চাইছেন মমতা৷ অসমে এনআরসির জটিল পরিস্থিতি এবং নাগরিকত্ব বিলের ফাঁক ফোকর খুঁজে তিনি মোদীকে আক্রমণ করেছেন৷ জলপাইগুড়িতে বামপ্রার্থী সিপিএমের ভগীরথ রায় এবং কংগ্রেসের মণি কুমার ডারনাল৷ তবে সিপিএম-কংগ্রেসের ওই আসন জেতার সম্ভাবনা কতটা সেব্যাপারে নিশ্চিত নয় রাজনৈতিক মহল৷

বাংলা৭১নিউজ/সূত্র: ভারতের গণমাধ্যম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com