শনিবার, ১৮ মে ২০২৪, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০ হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড় মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনা কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে রাফায় হামলা: দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত হামাস দুই বিভাগে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির আভাস

‘দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অনেক শত্রু হয়ে গেছে’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৯৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(নওগাঁ)প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমার অনেক শত্রু হয়ে গেছে। এরপরও দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে আমি হিমালয়ের মতো দৃঢ় অবস্থানে থাকতে চাই।’

নওগাঁ জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে গতকাল সোমবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন। প্রেসক্লাব সংলগ্ন শহরের পি এম বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর পরিষ্কারভাবে সবাইকে বলে দিয়েছি যে আমি নিজে দুর্নীতিমুক্ত থাকতে চাই এবং কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয়ও দেব না। এ ছাড়া খাদ্যপণ্যকে ঘিরে কোনো প্রকার সিন্ডিকেট গড়ে তুলতে দেওয়া হবে না। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমার অনেক শত্রু হয়ে গেছে। এরপরেও দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে আমি হিমালয়ের মতো দৃঢ় অবস্থানে থাকতে চাই। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, তুমি যদি হিমালয়ের মতো দৃঢ় থাক, তাহলে আমি তোমার পেছনে এভারেস্ট হয়ে থাকব।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, নওগাঁয় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে। নতুন অনুমোদিত মেডিকেল কলেজ শিক্ষা কার্যক্রম শুরু হয়ে গেছে। এ ছাড়া নতুন একটি ইঞ্জিনিয়ারিং কলেজ হতে যাচ্ছে। নওগাঁয় একটি স্থলবন্দর, একটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) ও পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। স্থলবন্দরের জন্য ইতিমধ্যে জায়গা নির্ধারণ করা হয়েছে। ইপিজেড ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা নির্বাচনের কাজ চলছে। কোনো কোনো এলাকায় বড় বড় উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে উঠলে রাস্তাঘাটের উন্নয়ন স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। তবে এসবের জন্য রাজনীতিবিদ ও প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় সাংবাদিকদেরও ভূমিকা রয়েছে। পত্রপত্রিকায় এসব দাবিদাওয়া তুলে ধরতে হবে।

নওগাঁ জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি নবির উদ্দিনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার হারুন অল রশিদ প্রমুখ।

বাংলা৭১নিউজ/এস.বি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com