বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: বাংলা বর্ষবরনে হিলিসীমান্তের শুন্য রেখায় ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে সীমান্তের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শুন্য রেখায় বাংলা নববর্ষের আনন্দ ভাগা-ভাগি করে নিতে এবং সীমান্তে উভয় বাহিনীর মধ্যে সোহাদ্য, সম্প্রতি ও ভাতৃত্ব বোধ বজায় রাখতে ২০ বিজিবি’র পক্ষ থেকে ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নকে ১২ পেকেট মিষ্টি উপহার দিয়েছে।
এ সময় বিজিবি’র পক্ষে হিলি চেকপোষ্ট কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার জিল্লুর রহমান বিএসএফ’র ১৯৯ ব্যটালিয়ন ভারত হিলি কোম্পানী কমান্ডেন্ট এস আই সংগ্রাম সিং এর হাতে মিষ্টি তুলে দেন। এ সময় বিজিবি ও বিএসএফ উপস্থিত ছিলেন।
বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস গুলিতে একে অপরকে মিষ্টি সহ বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে বিজিবি-বিএসএফ।
বাংলা৭১নিউজ/একে