বাংলা৭১নিউজ, নেত্রকোনা: নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে বাঙালীর প্রাণের উৎসব শুভ নববর্ষ। জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তমনা মঞ্চে সূর্যোদয়ের সাথে সাথে বাংলা নববর্ষকে আবাহন জানিয়ে বৈশাখী বন্দনার মধ্য দিয়ে বাংলা নববর্ষের শুভ সূচনা হয়।
সকাল ৭টায় আবহমান গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য অনুযায়ী রাখি বন্ধন ও লোকজ খাবার পরিবেশন করা হয়। সকাল ৯টায় নেত্রকোনার আকর্ষণ মিতালী সংঘ ও জেলা প্রশাসনসহ সম্মিলিত ভাবে জেলা শহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ বিভিন্ন সামজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বেলা ২টার দিকে কারাগার, হাসপাতাল ও এতিথখানায় উন্নত মানের ঐহিত্যবাহী বাঙালী খাবার পরিবেশন করা হয়।
বিকালে মোক্তারপাড়া মাঠে কুস্তি কাবাডিসহ গ্রামীন খেলাধুলার আয়োজন করা হয়। ক্ষুদ্র নৃ-তাত্তিক গোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও পয়লা বৈশাখকে কেন্দ্র করে জেলা শহরের মধুমাছি কঁচি-কাঁচার মেলা, মোক্তারপাড়া মাঠ, উকিল পাড়া শিশু পার্ক, চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠ ও রাজুর বাজারসহ জেলার বিভিন্ন স্থানে বসেছে বৈশাখী মেলা।
বাংলা৭১নিউজ/এবি