সোমবার, ২০ মে ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংকের সচেতনতা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত ‘দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই’ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করতে চায় কানাডা কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু দূতাবাসগুলোর কার্যক্রম তদারকির নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্যসেবার আওতাধীন খাতে ইউজার ফি আদায়ে নীতিমালার সুপারিশ ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের সহজলভ্য উৎস খোঁজার তাগিদ প্রতিমন্ত্রীর বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি টেকসই উন্নয়নে সময়োপযোগী আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য জামিন নামঞ্জুর, কারাগারে ইশরাক ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পুলিশ কর্মকর্তা কঙ্গোতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা কমলাপুর আইসিডি’র নিয়ন্ত্রণ নৌপরিবহন মন্ত্রণালয়কে নিতে সুপারিশ ভোট কম পড়ার বড় ফ্যাক্টর বিএনপি : ইসি আলমগীর অভিবাসী কর্মীদের টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার

সরকার গোপনে রাষ্ট্রদ্রোহী কাজ করছে: খালেদা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬
  • ১১৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী। গোপনে রাষ্ট্রের বিরুদ্ধে অনেক কিছু করছে যা জনগণ জানে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

সভাপতিত্ব করেছেন আয়োজক সংগঠন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্ণেল অব. অলি আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন, ‘এই সরকার ব্যর্থ, অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজ, খুনি, অত্যাচারী, গুম, হত্যাকারী এবং সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী।’

রাজনৈতিক নেতৃবৃন্দদের লক্ষ্য করে তিনি বলেন, ‘কে কি পদ পাবে সেটা না ভেবে সকল রাজনীতিবীদদের উচিত যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হওয়া। চাওয়া পাওয়া বড় নয়, গণতন্ত্রকে ফিরিযে আনা এবং দেশকে রক্ষা করা। জনগনের কল্যাণ করা।’

তিনি বলেন, ‘দেশের অবস্থা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই সরকার দেশকে পুরোপুরি কারাগার বানিয়েছে।’ ‘এ পর্যন্ত ১২ হাজারের অধিক গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২৭০০-এর অধিক বিএনপির নেতাকর্মী,’ জানা খালেদা জিয়া। ‘এই গ্রেপ্তার থেকে সহজেই বুঝা যায় লক্ষ্য সন্ত্রাসী ধরা নয়। বিরোধী দলের নেতাকর্মীদের ধরা এবং নিরিহ মানুষকে জেলে ঢুকানো,’ মন্তব্য করেন খালেদা।

খালেদা বলেন, ‘আওয়ামী লীগ-ছাত্রলীগ অবাধে অস্ত্র নিয়ে ঘুরলেও তাদের ধরা হয় না। ধরা পড়লেও রিমান্ড দুরে থাক, কয়েকদিন পর জামিন দিয়ে দেয়া হয়।’

‘অথচ অপরাধ না করলেও বিএনপি নেতাকর্মীদের ধরে জেলে নেয়া হয়, জামিন হলেও আবার জেলগেট থেকে তাদের আটক করা হয়,’ মন্তব্য করেন তিনি।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ‘মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, জামায়াতের কর্মপরিষদ সদস্য এ টি এম আবদুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, চেয়ারম্যান ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা, পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট মাহবুব, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান খান,

ডেমোক্রেটিক লীগের (ডিএল) মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, খেলাফত মজলিসের নায়েবে আমির মুজিবুর রহমান পেশোয়ারী, সাম্যবাদী দলের মহাসচিব কমরেড সাঈদ আহমেদ, জাতীয় পার্টি (প্রয়াত কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য, আহসান হাবিব লিংকন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম আবদুল রহিম আব্বাসী সদস্য ইফতার করেন।

বিএনপি নেতাদের মধ্যে দলটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অংশ নেন।

বাংলা৭১নিউজ/আরকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com