বাংলা৭১নিউজ,ঢাকা:শীর্ষস্থানীয় মোবাইল সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোনের কাছে বাকী পড়ে থাকা ১২ হাজার ৫৭৯ কোটি টাকা পরিশোধ করতে বলেছে সরকার।
বিটিআরসি চেয়ারম্যান মো. জহিরুল হক ইতিমধ্যেই প্রতিষ্ঠানটিকে এক সংক্রান্ত নোটিশও পাঠিয়েছেন।
জানা গেছে, গ্রামীণফোনের কাছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) ও বিটিআরসির মোট ১২ হাজার ৫৭৯ কোটি টাকা পাওনা রয়েছে। এর মধ্যে ৮ হাজার ৪৯৪ কোটি টাকা বকেয়া রয়েছে বিটিআরসির ও ৪ হাজার ৮৫ কোটি টাকা বকেয়া রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে।
সম্প্রতি ওই টাকা পরিশোধ করতে বলে গ্রামীণফোনকে নোটিশ পাঠিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। তবে গ্রামীনফোন বলছে, বিষয়টি খতিয়ে দেখার পর পরবর্তী কার্যক্রম ঠিক করবে তারা।
এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, এটি খুবই দুর্ভাগ্যজনক যে বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং হিসাবনিরক্ষকদের পুরোপুরি সহযোগিতা করা সত্ত্বেও এমন দাবি করা হলো। অডিট করার সময় আমরা কিছু ভুলের বিষয়ে তাদেরকে অবহিত করেছিলাম। তারপরও আমাদের কথাগুলো শোনা হয়নি।