বাংলা৭১নিউজ,চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকচাপায় জাহেদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত ১১টায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের দশমাইল- সৈয়দপুর মহাসড়কের বেকীপুল বাজারে এ ঘটনা ঘটে। নিহত জাহেদুল ইসলাম একই ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের মাষ্টারপাড়ার আছান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে দশমাইলগামী একটি দ্রুতগামী ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে জাহেদুল ইসলামকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকটি মহাসড়কের ধারে উল্টে যায়। এতে চালক ও হেলপার আহত হয়। গুরুতর আহত জাহেদুল ইসলামকে সৈয়দপুর হাসপাতালে নেয়ার পথেই মারা যান। দশমাইল হাইওয়ে থানার ওসি জিএম সামসুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এসড