বাংলা৭১নিউজ,দিনাজপুর প্রতিনিধি: উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে দিনাজপুরের সদর উপজেলায় ভোট গ্রহণ চলছে। এ উপজেলায় কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ইতিমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইমদাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
এখন দু’জন ভাইস চেয়ারম্যান ও দু’জন মহিলা ভাইস চেয়ারম্যান ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তারা চারজনেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের। এ উপজেলায় অন্যদলের কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় ভোট উৎসবে ভাটা পড়েছে।
ভোট গ্রহণের শুরুতেই নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে প্রার্থীদের ভোটার ও সমর্থকদের উপস্থিতি পরিলক্ষিত হলেও ভোটার নেই। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বেন্দ্রগুলোতে ঘুরপাক খাচ্ছেন। অধিকাংশ ভোটকেন্দ্র একেবারই ভোটারশূন্য হয়ে পড়েছে।সাড়া মিলছে না ভোটারের। ভোটকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও ভোটার উপস্থিতি না থাকায় তারা অলস সময় পার করছেন। ভোটের মাঠে ভোটারের আকাল দেখা দিয়েছে।