বাংলা৭১নিউজ,ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কাঁধে ব্যথা পেয়েছিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। সে ব্যথার রেশ এখনো বহাল রয়েছে।যার কারণে আইপিএলে শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে তাকে না পাওয়ার আশংকা রয়েছে। তার জায়গায় নেতৃত্ব দিতে পারেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার।হায়দরাবাদের কোচ টম মুডি এসব তথ্য নিশ্চিত করেছেন।
আইপিএলের গত আসরে তার অধীনেই রানারআপ হয়েছিলেন সাকিব আল হাসানরা।এবারের আসরেও সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব করবেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন।
তিনি বলেন, ‘উইলিয়ামসন একজন বিশ্বমানের অধিনায়ক। বিশ্ব ক্রিকেটের সবাই তার অধিনায়কত্বের প্রশংসা করে। এছাড়া গত আসরে আমাদের হয়ে দারুণ অধিনায়কত্ব করেছে। আমাদের প্রত্যাশা, এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।’
হায়দরাবাদের কোচ মুডি বলেন, ‘উইলিয়ামসনের ইনজুরিটা দীর্ঘ সময়ের নয়। আমরা ম্যাচের দিন ঠিক করবো সে খেলবে কি-না। তবে উইলিয়ামসন খেলতে না পারে তাহলে আমি কোনো সমস্যা দেখছি না। সেক্ষেত্রে আমাদের সহ-অধিনায়ক ভুবনেশ্বর এ সময়ে অধিনায়কত্ব সামলাবেন।’
বাংলা৭১নিউজ/এমআড