বাংলা৭১নিউজ,ডেস্ক: মিউজিয়াম বা জাদুঘরের আয়তন সাধারণত বিশাল হয়ে থাকে। সেখানে স্থান পায় ঐতিহাসিক ও দুর্লভ সব সামগ্রী।তবে সব জাদুঘরই যে বড় হতে হবে তা কিন্তু নয়। ছোট জাদুঘরও দর্শনার্থীদের নজর কাড়ে।
দেখতে অনেকটা টেলিফোন বুথের মত। প্রায় সাড়ে ৬ ফুট লম্বা আর আড়াই ফুট চওড়া কাচ আর কাঠে ঘেরা ঘর এটি। এই উদ্যোগটি নিয়েছে ‘ওয়ারলে কমিউনিটি অ্যাসোশিয়েশন’ নামের একটি সংস্থা। ২০০৮ সালে এই সংস্থার পথ চলা শুরু হয়। বিভিন্ন মাধ্যমে অর্থ সংগ্রহ করে স্থানীয় ঐতিহ্য বা বিশেষ নিদর্শনের সংরক্ষণ করাই এই সংস্থার মূল উদ্দেশ্য।এই সংস্কার উদ্যোগে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে পশ্চিমে একটি টেলিফোন বুথকে সংগ্রহশালা হিসেবে সাজিয়ে তোলা হয়।
বাংলা৭১নিউজ/এমআর