বাংলা৭১নিউজ,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সিটি গেট এলাকার একটি ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন লেগেছে।বুধবার ভোর পৌনে ৬টার দিকে অ্যারোমা সিঙ্গারের গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন জানান, ভোর পৌনে ৬টার দিকে অ্যারোমা সিঙ্গারের ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন লাগে।
খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, বন্দর, বায়েজিদ ও কুমিরা ফায়ার স্টেশনের ১২টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সাভির্সের ওই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এবি