বাংলা৭১নিউজ,পটুয়াখালী প্রতিনিধি: “দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” প্রতিপাদ্যকে সমানে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা দুর্যোগ ব্যস্থাপনা কমিটির উদ্যোগে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে।
র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে বাউফলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগন অগ্নি নির্বাপক যন্ত্র (এক্্রটিংগুইশার) দিয়ে কিভাবে আগুন নিভাতে হয় তা উপস্থিত শিক্ষার্থীদেরকে শেখানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস,হিসাব রক্ষণ কর্মকর্তা আহসানুল কবির রিপন,সমবায় কর্মকর্তা মো: কামরুল আহসান মিঞা ও ফারয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম মোল্লা প্রমূখ।
বাংলা৭১নিউজ/এসই