বাংলা৭১নিউজ,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন উচ্চ আদালতের একটি আদেশের ফলে স্থগিত করেছে জেলা নির্বাচন অফিস। বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার বাসিন্দা মো: শরিফ উদ্দিনের দায়ের করা রিটের প্রেক্ষিতে এ স্থগিতের আদেশ দেয় আদালত।
শুক্রবার বিকেলে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া বাংলাদেশের সাথে একীভূত হওয়ার পর এই এলাকার অধিবাসীদের পার্শ্ববর্তী তিন ইউনিয়নের সাথে যুক্ত করে দেয়া হয়। ছিট বিনিময়ের পর থেকে সেখানকার মানুষজন দাসিয়ার ছড়াকে একটি আলাদা ইউনিয়ন পরিষদ করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল।
বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা উত্তর কামালপুর গ্রামের মো: শরীফ উদ্দিন গত ৬ মার্চ ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন। তার রিটের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়। এরই প্রেক্ষিতে ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রেখেছে জেলা নির্বাচন অফিস।
কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকিব জানান, বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার বাসিন্দা মো: শরিফ উদ্দিনের দায়ের করা হাই কোর্ট ডিভিশনের রিট পিটিশন নাম্বার ২২১৯/২০১৯ এর প্রেক্ষিতে হাই কোর্ট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে