শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের ডাকসু নিয়ে আমরা অনেক আগ্রহী : ঢাবি উপাচার্য শীতার্তদের জন্য কম্বল কিনতে সরকারের বরাদ্দ ৩৪ কোটি টাকা আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে: মির্জা ফখরুল ভারতের চক্রান্তে প্রতিবেশী দেশে একের পর এক গুপ্তহত্যা তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না: নৌপরিবহন উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তার নিয়ে নাটকীয় পরিস্থিতি গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে কাজ চলছে: উপদেষ্টা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়: জামায়াত আমির রাজধানীতে ‘হট্টগোল শিশু উৎসব’ শুরু ৩ হাজার সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ৭ লাখ কম্বল সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি মসজিদুল আকসার ইমাম ১০ দিনের সফরে বাংলাদেশে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কেয়া গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ১৬৩টি, জমা ৩৮৬ কোটি ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ, আহত ২১

বঙ্গবন্ধুর এ ঋণ জাতি কোনদিন শোধ করতে পারবে না: রাবি উপাচার্য

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ১১৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,রাবি থেকে তানভীর ইসলাম: আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালে অগ্নিঝরা মার্চের সপ্তম এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে শুনিয়েছিলেন বিশ্ব রাজনীতির ইতিহাসের মুক্তির সনদস্বরূপ মহাকাব্যিক সেই ভাষণটি। ৪৭ বছর পরে এসেও ভাষণটির বজ্রনিনাদ বাঙালির চেতনাকে আলোড়িত করে,স্বাধীনতার আনন্দে উদে¦লিত করে। সেই আনন্দকে ভাগাভাগি করে নিতে সারা দেশের ন্যায় রাজশাহী বিশ^বিদ্যালয়েও (রাবি) নানা আয়োজনে দিনটি উদযাপিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে আজ সকাল থেকেই র‌্যালি নিয়ে জড়ো হতে থাকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী,শিক্ষক,কর্মচারীদের সংগঠনগুলি। এসময় গোটা চত্বরটি মুক্তিযুদ্ধের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে।

ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুর সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

উপস্থিত সমাবেশে সূচনা বক্তব্য রাখেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। তিনি বলেন, আজকে এখানে দাঁড়িয়ে যে ভাষায় কথা বলছি তার পেছনে রয়েছে বঙ্গবন্ধুর অবদান। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির প্রতিটি অন্দোলনে বঙ্গবন্ধুর নাম জড়িয়ে আছে। তাঁর এ ঋণ জাতি কোনদিন শোধ করতে পারবে না।

ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি প্রসঙ্গে রাবি উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর নেতৃত¦ না থাকলে এ জাতির অস্তিত্ব বিলীন হয়ে যেত। বঙ্গবন্ধু আমাদেরকে বিশে^র বুকে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। তাই তাঁর অবদানকে স্মরণ করে কৃতজ্ঞ জাতি হিসেবে আমরা যেন প্রতিবছর এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি।

এরপর বেলা সাড়ে দশটায় সাবাশ বাংলাদেশ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিলিত হয়।

র‌্যালিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। আজকের দিনের অনুভূতি জানতে চাইলে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুস সায়েলীন শুভ বলেন,আজকের এই র‌্যালিতে সব বন্ধুরা মিলে অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। আমাদের জাতীয় জীবনে দিনটির গুরুত্ব অপরিসীম। বঙ্গবন্ধু যদি ৭ মার্চের ভাষণ না দিতেন তবে হয়ত মুক্তিযুদ্ধ এতটা সংগঠিতভাবে শুরু হতো না।

র‌্যালিতে সমাপনী বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। তিনি বলেন বাংলার অন্য কোন নেতা যেটা করতে পারেননি বঙ্গবন্ধু সেটা করে দেখিয়েছেন। তিনি ৭ মার্চের ভাষণে সমগ্র জাতিকে একত্রিত করে স্বাধীনতার পথ দেখিয়েছিলেন। তাই তো তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এসময় র‌্যালিতে উপস্থিত হওয়ার জন্য তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

আনন্দ র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্টার অধ্যাপক এম এ বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রভাস কুমার কর্মকার, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নুরুল্লাহ, সাবেক ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com