বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ইউএনও মোঃ মশিউর রহমান এতিম নিবাসীদের মাঝে পোশাক বিতরণ করলেন। উপজেলার ফতেপুর মাড়াষ হাফেজিয়া ক্বারীয়ানা এতিমখানা মাদ্রাসায় ২৭ জন নিবাসীদের খোঁজখবর নেয় এবং নতুন পোশাক পায়জামা-পাঞ্জাবী ক্রয় করে তাদের পড়ে দেন।
মঙ্গলবার দুপুরে এতিম নিবাসীদের কাছে গিয়ে এই পোশাক তুলে দেওয়ায় সুশিল সমাজ ইউএনওর এমন উদ্দ্যেগকে প্রশংসার দাবীদার বলে উল্লেখ করেছেন।
পোষাক বিতরণের সময় কুশদহ ইউপি চেয়ারম্যান আবু শাহাদৎ মোঃ সায়েম সবুজ, প্রেসক্লাবের সভাপতি এম.রুহুল আমিন প্রধান ওই এতিমখানার সা: সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান, তত্বাবধায়ক হাফেজ মিনহাজুল ইসলাম, কেন্দ্রীয় বণিক সমিতির সা:সম্পাদক মাহাবুব আলম উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএম