বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: হিলিতে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ হয়েছে।
মঙ্গলবার বিকেলে মুহাড়াপাড়া মাঠে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ও সার্কেল অফিসার আখিউল ইসলামের নেতৃত্বে হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন সহ ১১ জন পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন। গার্ড অব অর্নার শেষে একই স্থানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
উপজেলার সকল মক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেনী পেশার সহ¯্রাধিক মানুষ জানাযায় অংশ্রগহন করেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ যে, তিনি আজ মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে কিডনী জনিত রোগে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পৌরসভাধীন মুহাড়াপাড়া গ্রামের মৃত চয়েন উদ্দিন সরদারের ছেলে।
বাংলা৭১নিউজ/এসএম