বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগনের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরনের তিন দিন ব্যাপী প্রশিক্ষন কোর্সের সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে হাকিমপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আজ সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে তিনদিন ব্যাপী ওই প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত ২মার্চ শনিবার থেকে এই প্রশিক্ষন কোর্স শুরু হয়েছিল।
উপজেলা প্রকৌশলী আজিজুর রহমানের সঞ্চালনায় এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক শফিকুল ইসলাম, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম। এতে উপজেলার বোয়ালদাড়, আলিহাট ও খট্টামাধবপাড়া এই ৩ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যসহ ৩৯জন জনপ্রতিনিধিগন অংশগ্রহন করেন।
প্রশিক্ষন কোর্সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগনের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসনের কার্যপরিধী এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
বাংলা৭১নিউজ/একে