বাংলা৭১নিউজ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার বিননগর গ্রামে কৃষক আন্দোলনের সুতিকাগার ঐতিহসিক মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর শ্বশুরালয়ে আজ শনিবার মওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মওলানা ভাসানী এতিমখানা, ও শিক্ষা কেন্দ্র, এবং আলেমা ভাসানী মুসাফির খানা, উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে এতিমখানা ও শিক্ষা কেন্দ্র এবং আলেমা খাতুন মুসাফির খানা উদ্বোধন করেন মওলানা ভাসানীর জেষ্ঠা কন্যা রিজিয়া বেগম। ভাসানী বাস্তবায়ন পরিষদের সভাপতি মনোয়ার চৌধুরী মেরিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রখেন মওলানা ভাসানীর একান্ত সচিব, ও সাবেক সাপ্তাহিক হক কথার সম্পাদক মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোর্স শিক্ষক সৈয়দ ইরফানুল বারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এশিয়া প্যাসিফিক অনচলের খ্যাতি সম্পন্ন শ্রমিকনেতা বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাংগীর আলম চৌধুরী, আরও বক্তব্য রখেন মওলানা ভাসানী স্মৃতি সংসদের সভাপতি বিশিষ্ঠ সাংবাদিক আবুবকর সিদ্দিক, ভাসানীর অনুসারী এ্যাড: কামাল চিশতী, আবুতালেব চৌধুরী বাবু, সাংবাদিক অধ্যাপক আজাদ আলী, সুমন চৌধুরী, রফিকুল ইসলাম প্রমুখ।
এতিমখানা ও শিক্ষা কেন্দ্র এবং আলেমা ভাসানী মুসাফির খানা উদ্বোধন শেষে সেখানে মওলানার জেষ্ঠা কন্যারিজিয়া বেগম একটি মহুয়া গাছের চাড়া ও একটি বকুল ফুলের চাড়া রোপনকরেন।
বাংলা৭১নিউজ/এসবি