বাংলা৭১নিউজ,ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বর্তমান সরকার সংকটে আছে। কারণ তারা বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় এসেছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, সরকার এখন ব্যাংকের সব টাকা দিয়েও সোহরাওয়ার্দী উদ্যানে একটা জনসভা করলে লোক পাবে না। আর আশঙ্কা আছে যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে- তা বাস্তবায়ন করতে পারবে কিনা। জনগণ যা চায় সরকার ঠিক তার উল্টোটাই করছে।
স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেএসডি। এতে প্রধান অতিথি ছিলেন ড. কামাল হোসেন।
এ সময় ‘জনগণ ক্ষমতার মালিক দিবস’ পালন করারও প্রস্তাব দেন তিনি। ড. কামাল বলেন, মার্চে একদিন জনগণ ক্ষমতার মালিক দিবস পালন করা যায়। এদিন পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায়, গ্রামে-গ্রামে গিয়ে মানুষকে বোঝাতে হবে তারা দেশের মালিক।
জেএসডির সিনিয়র সহসভাপতি এম এ গোফরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার সাধারণ সম্পাদক (একাংশ) শাহ আহমেদ বাদল প্রমুখ।