বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির চালের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা সাময়িক: শেখ বশিরউদ্দীন অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের দেশে তিনদিন কম থাকবে গ্যাসের চাপ আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬ ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো: দ্য টাইমস বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টা ‘ভেরি শকিং’

পাকিস্তানের অভ্যন্তরে ভারতের হামলা, ৩০০ নিহতের দাবি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৮৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তান আশ্রিত জঙ্গীদের আধা সেনা কনভয়ে হামলার পাল্টা হিসেবে ভারতীয় বায়ু সেনা পাল্টা আঘাত করেছে পাকিস্তানের অভ্যন্তরে থাকা জঙ্গী ঘাঁটিতে। ভারতীয় বায়ুসনা  দাবি করেছে, মক্সগলবার ভোরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে তারা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার  ভোর সাড়ে ৩টে নাগাদ ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে প্রায় ১০০০ কেজি বোমাবর্ষণ করেছে। ২১ মিনিটের পুর্বকল্পিত এই অপারেশনে বালাকোট সেক্টর থেকে পাক অধিকৃত কাশ্মীরের প্রায় ৮০ কিলোমিটার ভিতরে প্রবেশ ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। এর পর বালাকোট, চাকোটি এবং মুজফ্রাবাদে জইশ-ই-মহম্মদের তিনটি লঞ্চপ্যাড ধ্বংস করেছে ভারত।

বায়ুসেনার দাবি, তারা গুঁড়িয়ে দিয়েছে জইশের কন্ট্রোল রুম আলফা-৩। দাবি করা হয়েছে প্রায় ২০০ থেকে ৩০০ জঙ্গীকে খতম করা সম্ভব হয়েছে। তবে পাকিস্তান বিমানবাহিনী এই হামলার জবাবে মঙ্গলবার সকালে পাল্টা বিমান হামলা চালানোর চেষ্টা চালিয়েছিল বলে জানা গেছে।

তবে ভারতীয় বায়ুসেনার প্রতিরোধে তারা ফিরে গিয়েছে বলে জানা গেছে। পাকিস্তান সেনারা স্বীকার করেছে, ভারতীয বায়ূ সেনা বিমান পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে। তবে পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে ভারতীয় বায়ুসেনা। তিনি দাবি করেছেন, প্রতিরোধের মুখে ভারতীয় যুদ্ধবিমানগুলি ফিরে গিয়েছে। পাক পররাষ্ট্রমন্ত্রী জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে। এদিকে পাকিস্তানে বিমান হানা সম্পর্কে বিভিন্ন সুত্রে বলা হয়েছে,  প্রায় ২১ মিনিট ধরে পাক অধিকৃত কাশ্মীরের আকাশে ছিল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানগুলি।

ভারতীয় সেনা সূত্রের খবর, চকোটিতে বোমাবর্ষণ করা হয়েছে রাত ৩টে ৫৮ মিনিট থেকে ভোর ৪টে পর্যন্ত। মুজাফ্ফারাবাদে বোমাবর্ষণ চলে রাত ৩টে ৪৮ মিনিট থেকে ৩টে ৫৫ মিনিট পর্যন্ত।  ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে এই সেনা অভিযান নিয়ে সবিস্তার রিপোর্ট দিয়েছেন। তারা  গোটা পরিস্থিতি নিয়ে  মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন। বায়ুসেনার তরফে এখন পর্যন্ত সরকারি ভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি।

তবে এই অভিযানের পর আন্তর্জাতিক সীমান্তে  হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই অভিযানের পর ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী লিখেছেন, ভারতীয় বায়ুসেনার পাইলটদের সেলাম জানাই। ভারতীয় বাগুৃসেনার অভিযানকে কুর্নিশ জানিয়ে বিবৃতি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রমুখরা।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রয়ারি পুলওয়ামাতে আধা সেনা সিআরপিএফের একটি কনভয়ে আত্মঘাতী জঙ্গী হামলা চালিয়েছিল জইশ ই আহমেদ। এই হামলায় ৪৯ জন আধা সেনা জওয়ান নিহত হয়েছিলেন। এর পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, প্রত্যাঘাতের সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে।  তার পরই পুলওয়ামার ঘটনার ১২ দিনের মাথায় এই বিমান অভিযান।

বাংলা৭১নিউজ/এসই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com