বাংলা৭১নিউজ,কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা বড়িসহ চারজন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা। এ সময় একটি ফিশিং বোটও জব্দ করা হয়।আজ শুক্রবার দুপুর ১২টার দিকে গভীর বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে র্যাব দাবি করেছে।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এনায়েত উল্লাহ (২৮), করিম উল্লাহ (৩২), রশিদ উল্লাহ (২২) ও হামিদ (২০)।
কক্সবাজার র্যাব-১৫-এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন যে গভীর বঙ্গোপসাগর দিয়ে একটি ইয়াবার চালান মিয়ানমার ও টেকনাফ হয়ে চট্টগ্রামের দিকে রওনা দিয়েছে। এই খবর পেয়ে র্যাব সদস্যরা গভীর বঙ্গোপসাগরে অভিযানে নামেন এবং একটি ফিশিং বোটে ধাওয়া করে চারজনকে আটক করে।
পরে তাদের স্বীকারোক্তিমতে ওই ফিশিং বোট তল্লাশি করে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মিয়ানমার থেকে এসব চালান সাগরপথে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল। আটককৃতরা মিয়ানমারের নাগরিক এবং গত বছর রাখাইন থেকে পালিয়ে এসে উখিয়ার থাইংখালী হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিলেন।
আটকৃতদের আরো জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসই