শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

ফরিদগঞ্জে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৩০, ২০০ রাউন্ড বুলেট বর্ষণ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯
  • ১৫৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: ফরিদগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা পরিষদ এলাকা ও সামনের যান চলাচলের সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ অন্তত দুইশ’ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। আজ সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে প্রায় দেড় ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আওয়ামী লীগের সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়ার উপস্থিতিতে সকাল সাড়ে ১০টায় স্থানীয় বিআরডিবি কার্যালয়ের সামনে উপজেলা কমিটির বর্ধিত সভা চলছিলো। দুপুর সাড়ে ১১টা নাগাদ আওয়ামী লীগের অপর একটি অংশ লাঠিসোটা হাতে ওই সভায় হামলা করে। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মূহুর্তে এলাকা রণক্ষেত্রে পরণিত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ প্রথমে লাঠিচার্জ  ও পরে শর্টগান থেকে রাবার বুলেট ছুঁড়ে। উপজেলা পরিষদ, বিআরডিবি কার্যালয়, সামনের জনচলাচলের সড়কসহ চতুর্দিকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।অফিসের দরজা জানালা, দোকানপাট বন্ধ করে দেয়া হয়। পথচারীরা দিগবিদিক ছুটাছুটি করেন। এ সময় অনেককে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। নারী পুরুষ শিশুসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিভিন্ন স্থানে আটকে পড়েন।

চাঁদপুর জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, এডভোকেট মাহবুব আলমসহ, সুমন, বাবু, রফিকুল ইসলাম পাটওয়ারি, তানভির আহমেদ মিঠু, জেলা ছাত্রলীগ নেতা নিবিড় আহম্মেদ প্রমুখ আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদের চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে, স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক টিপু দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন। সংঘর্ষকারীরা তার হাতের ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে গেছে বলে তিনি দাবি করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় আওয়ামী লীগ ফরিদগঞ্জ উপজেলা কমিটি একটি বর্ধিত সভার আয়োজন করে। উপজেলা সভাপতি আবুল খায়ের পাটওয়ারী এ সভার আহবান করেন। সেখানে দলের সদ্য সাবেক এমপি ড. মোহাম্মদ শাসছুল হক ভূইয়া প্রধান অতিথি, ছাত্রলীগ জেলা কমিটির সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান বিশেষ অতিথি হিসেবে ও দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এ বিশেষ বর্ধিত সভাটির আয়োজন করা হয়।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com