শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাদারীপুরে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ লাদাখের অংশ নিয়ে ২ নতুন কাউন্টি ঘোষণা চীনের, প্রতিবাদেই সীমাবদ্ধ ভারত জুবায়েরপন্থিদের বিক্ষোভের ডাক, ২৫ জানুয়ারি সম্মেলনের ঘোষণা হাসপাতালে প্রবীর মিত্র, অবস্থা গুরুতর হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা ৮টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি মস্কোর গণঅধিকারের ফারুক হাসানের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে বনানীতে চিরনিদ্রা গেলেন অভিনেত্রী অঞ্জনা মাদারীপুরে সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা তৈরি পোশাক রপ্তানির ছয় মাসে প্রবৃদ্ধি ১৩.২৮ শতাংশ সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই : মামুনুল হক কাশ্মিরে ভারতীয় তিন সেনা নিহত চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু পুনরায় চালুর অপেক্ষায় সেতাবগঞ্জ চিনিকল, খুশি স্থানীয়রা ‘পুলিশ যেন জনগণের আস্থাভাজন হতে পারে, সে চেষ্টা অব্যাহত রয়েছে’ তারেক রহমানের ৪ মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল দেশব্যাপী অভিযানে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ বিয়ে করেছেন তাহসান টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দম্পতি নিহত আগামী নির্বাচন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন : জোনায়েদ সাকি

বাংলাদেশে আরও রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯
  • ১৬২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: সৌদি আরব রোহিঙ্গাদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠানো অব্যাহত রেখেছে। দেশটি এবার অবৈধভাবে থাকা ২৫০ রোহিঙ্গাকে আটক করে বাংলাদেশে ফেরতের পরিকল্পনা নিয়েছে। এদের ফেরত পাঠানো হলে চলতি বছরে এটি হবে রোহিঙ্গা ফেরতের দ্বিতীয় ঘটনা।

রোহিঙ্গা অ্যাক্টিভিস্টদের একটি গ্রুপের বরাত দিয়ে আল জাজিরা গতকাল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এসব রোহিঙ্গাকে আটক করে এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে রেখেছে সৌদি আরব। আটক রোহিঙ্গাদের আশঙ্কা, বাংলাদেশে ফেরত পাঠালে তাদের কারাগারে পাঠানো হতে পারে।

এর আগে গত ৭ জানুয়ারি সৌদি আরব ১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠায়। ওই দিন রাত স্থানীয় সময় রাত দুইটার দিকে সৌদি এয়ারলাইন্সে করে তারা ঢাকায় পৌঁছায়। পরে তাদেরকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে রাখা হয়।

নায় সান লুইন নামের একজন অ্যাক্টিভিস্ট আল জাজিরাকে জানান, সৌদি আরবে অন্তত ৩ লাখ রোহিঙ্গা বাস করছেন। এসব রোহিঙ্গারা সৌদি কর্তৃপক্ষের কাছে আটক রোহিঙ্গাদের ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছেন।

সান লুইন বলেন, ‘সৌদি আরবে বেশিরভাগ রোহিঙ্গারই বৈধভাবে বসবাসের অনুমতি রয়েছে। কিন্তু দেশটি জেদ্দার শুমাইসি কারাগারে বন্দি রোহিঙ্গাদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হচ্ছে।’

একটি ভিডিও অনুসারে, কয়েক বছর আগে বিভিন্নভাবে সৌদি আরব যাওয়া এসব রোহিঙ্গাদের গত রবিবার জেদ্দার একটি কারাগারে নেওয়া হয়েছে। তাদের যে কোনো সময় ঢাকাগামী ফ্লাইটে তুলে দেওয়া হবে। এসব রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নেপালের মতো দেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে প্রবেশ করেছে।

এর আগে গেল বছরের অক্টোবরে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছিল, কোনও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সৌদি আরবে বেশ কয়েক বছর ধরে আটক রাখা হয়েছে কয়েকশ রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশুদের। প্রতিদিন ৫ থেকে ১০ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে বলেও দাবি মিডল ইস্ট আইয়ের।

মিয়ানমারে নাগরিকত্ব না থাকা রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিশে^র সবচেয়ে নিপীড়িত জাতিগোষ্ঠী হিসেবে বিবেচিত করা হয়। রাখাইনে মিয়ানমার বাহিনীর নির্বিচারে ধর্ষণ, হত্যা, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মুখে প্রাণ বাঁচাতে সব মিলিয়ে এগারো লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এর বাইরে দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান নেপালেও রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এরপর সৌদি আরবেই সবচেয়ে বেশি রোহিঙ্গার বসবাস। ১৯৭৩ সালে বাদশা ফয়সালের সময় থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া শুরু করে সৌদি আরব।

সম্প্রতি সৌদি আরবের পাশাপাশি ভারতও দেশটিতে থাকা শরণার্থী কার্ডধারী রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরতের চেষ্টা চালাচ্ছে। এমন ৩১ জন রোহিঙ্গা গত চারদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নিয়েছে।

বাংলা৭১নিউজ/জেড  এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com