বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিরিয়ায় এবার ফ্রান্সের বিমান হামলা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে দেশ: মঈন খান নতুন বছরে ট্রাম্পের কাছে যে প্রত্যাশা জেলেনস্কির নিহত-আহতদের সহযোগিতা পেতে চিকিৎসকদের সত্যায়িত কপি লাগবে ফেনীতে বই পেল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা ফরিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২ ৪৩তম বিসিএসের বাদ পড়া ২৬৭ জন সচিবালয়ে সাবেক মন্ত্রী কামরুল আবারও ৪ দিনের রিমান্ডে ‘২০২৫ সাল হবে হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের অপরাধের বিচারের বছর’ সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার থার্টিফার্স্ট নাইট অনুষ্ঠানে যুবককে কুপিয়ে হত্যা, আহত ২ মে থেকে ফিটনেসবিহীন বাস থাকবে না : বিআরটিএ চেয়ারম্যান রূপগঞ্জে সড়কে প্রাণ গেল ৩ জনের বছরের প্রথম দিনে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত নদী দখল করে মাছের ঘের, ভরাট হচ্ছে কালীগঙ্গা ২০২৪ আমার জীবনের শ্রেষ্ঠ বছর: আসিফ মাহমুদ ইএফটি উদ্বোধন, বছরের প্রথমদিনে বেতন পেলেন এমপিও শিক্ষকরা নতুন বছরে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার খুলল এস আলমের বন্ধ হওয়া ৯ কারখানা ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করল ইউক্রেন

আলফা’র সাথে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী ‘র’-এর প্রাক্তন কর্তা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ১০৯ বার পড়া হয়েছে
বাংলা৭১নিউজ,ডেস্ক: ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (আলফা)-এর সঙ্গে সরকারের শান্তি আলোচনার জন্য মধ্যস্থতাকারী হিসেবে র-এর প্রাক্তন বিশেষসচিব এবি মাথুরকে নিয়োগ করেছে কেন্দ্র। তাঁর আগে আলফা-সরকার শান্তি আলোচনা প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত দীনেশ শর্মাকে জম্মু-কাশ্মীরের দায়িত্ব দেওয়া হলে আলোচনা প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছিল।

স্থবিরত্ব কাটিয়ে শেষ পর্যন্ত এবি মাথুরকে নিয়োগ করায় স্বস্তি পেয়েছেন আলোচনাপন্থী আলফা নেতৃত্ব। উল্লেখ্য, প্রথমাবস্থায় আলফা-সরকার শান্তি আলোচনার জন্য নিয়োজিত ছিলেন পিসি হালদার নামের দুঁদে কেন্দ্রীয় আমলা।প্রসঙ্গত র-এর প্রাক্তন কর্তা এবি মাথুর মণিপুর-ত্রিপুরা ক্যাডারের ১৯৭৫ সালের আইপিএস আধিকারিক। উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা এবং চীনের ওপর কাজ করে ইতিমধ্যে অভিজ্ঞ কূটনীতিক হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, অসমকে একটি সার্বভৌম স্বাধীন দেশের দাবিতে ১৯৭৯ সালের ৭ এপ্রিল শিবসাগরের রংঘরে গঠন হয়েছিল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (আলফা)-এর। পরবর্তীতে ১৯৮৩ সালে ন্যাশনালিস্ট সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন) এবং ১৯৮৭ সালে মায়ানমার (বার্মা) ভিত্তিক কেআইএ-র সঙ্গে গাঁটছড়া বেঁধে অসমে ব্যাপক নাশকতা সংঘটিত করতে থাকে এই সংগঠন। ১৯৯০ সালে আলফাকে নিষিদ্ধ ঘোষণা করে সেনা অভিযান চলে তাদের বিরুদ্ধে।

সিংহভাগ নেতা গিয়ে আশ্রয় নেন বাংলাদেশে। এর মধ্যে ২০১১ সালের ৫ ডিসেম্বর উগ্রপন্থী সংগঠনটির চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া এবং ডেপুটি কমান্ডার-ইন চিফকে ভারতের হাতে প্রত্যর্পন করে বাংলাদেশ। সে থেকে আলফা বেশ নরম হয়ে যায়। ফাটল ধরে যায় আলফায়। আটক আলফা নেতারা সরকার ও মধ্যস্থকারী পিসি হালদারের চাপে ২০১০ সালের জানুয়ারিতে নরম মনোভাব ব্যক্ত করে স্বাধীন দেশের দাবি থেকে সরে শান্তি আলোচনায় আসতে রাজি হন তাঁরা। ইতিমধ্যে ২০১১ সালের ৩ সেপ্টেম্বর কেন্দ্র, রাজ্য এবং আলফা নেতাদের মধ্যে ত্রিপাক্ষিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় দিল্লিতে।

এর পর অনেক জল গড়ায়। পশ্চিমবঙ্গের কারাগারে বন্দি বাংলাদেশের জনৈক নুর হোসেনকে ছাড়ার বিনিময়ে ঢাকা দিল্লির হাতে তুলে দেয় আলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া ওরফে গোলাপ বরুয়াকে। জাল পাসপোর্ট মামলায় ১৯৯৭ সালে ঢাকায় গ্রেফতার হয়েছিলেন অনুপ চেতিয়া ওরফে গোলাপ বরুয়া। টানা সাত বছর তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। অবশেষে তাদের দুজনকেই দুই দেশ পরস্পর পরস্পরের হাতে তুলে দেয় ২০১৫ সালের ১১ নভেম্বর। এটা ভারতের এক সফল কূটনীতি বলে মনে করা হচ্ছে।

এদিকে আলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়ারারা শান্তি আলোচনায় আসতে রাজি হলেও বিগড়ে বসেন সংগঠনের সেনাধ্যক্ষ পরেশ বরুয়া। তিনি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন সার্বভৌম দেশের দাবিতে অটল অবস্থান নিয়ে সংগঠনের পৃথক নাম দেন ‘আলফা স্বাধীন’। পরেশ বরুয়া অজ্ঞাতস্থানে আস্তানা গেঁড়ে ‘আলফা স্বাধীন’কে পরিচালনা করে চলেছেন।

বাংলা৭১নিউজ/এসই/সূত্র:যুগশঙ্খ অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com