বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতীয় মুসলামনদের একটি সংগঠন জমিয়তে উলেমায় হিন্দ বলছে, জাকাতের মাধ্যমে সংগৃহীত অর্থের একটা অংশ তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মুসলমানদের হয়ে মামলা লড়ার জন্য খরচ করছে।
তারা বলছেন, সেইসব অভিযুক্তের জন্যই জাকাতের টাকা খরচ করা হচ্ছে, যারা অর্থের অভাবে হয়তো ভাল উকিল দিতে পারছেন না বা উচ্চতর আদালতে আপিল করতে পারছেন না।
ইতিমধ্যেই প্রায় ১০০ জন মুসলমান যুবককে জাকাতের অর্থে মামলা লড়ে ছাড়িয়ে আনা হয়েছে বলে দাবী ওই সংগঠনটির।
জমিয়তে উলেমায় হিন্দ বলছে, এমন অনেক মুসলমান যুবক জেলবন্দী রয়েছেন, যারা সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত থাকায় অভিযুক্ত।
তাদের অনেককে নিম্ন আদালত সাজাও দিয়েছে, কিন্তু উচ্চতর আদালতে দেখা গেছে যে তাদের অনেকেই নির্দোষ।
সংগঠনটির ভাষায়, সন্ত্রাসের মিথ্যা মামলায় যাদের ফাঁসানো হয়েছে, তাদেরই আইনি সহায়তা দেওয়া হচ্ছে, প্রকৃত সন্ত্রাসীদের নয়।
জমিয়তে উলেমায় হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী বিবিসিকে বলেছেন, সন্ত্রাসে অভিযুক্তদের আইনি সহায়তা দেওয়ার অর্থ যেমন সাধারণ দান থেকে আসছে, তেমনই আসছে জাকাতের মাধ্যমে সংগৃহীত অর্থ থেকেও।
“আমরা মনে করি এই আইনি সহায়তা করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। বহু মুসলমান যুবকের বিরুদ্ধে মিথ্যা সন্ত্রাসের অভিযোগ আনা হচ্ছে আর তাদের দিনের পর দিন জেলে পচতে হচ্ছে। সরকারগুলো কি একবারও ভাবে না এদের কথা, এদের পরিবারগুলোর কথা?” বলছিলেন মি. চৌধুরী।
সংগঠনটি দাবী করছে, তাদের আর্থিক সহায়তায় লড়া মামলায় অনেকে যেমন উচ্চ আদালতে সন্ত্রাসের অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছেন, তেমনই অনেকের আবার ফাঁসির সাজা বাতিল করে দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র:বিবিসি