সোমবার, ২০ মে ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংকের সচেতনতা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত ‘দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই’ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করতে চায় কানাডা কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু দূতাবাসগুলোর কার্যক্রম তদারকির নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্যসেবার আওতাধীন খাতে ইউজার ফি আদায়ে নীতিমালার সুপারিশ ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের সহজলভ্য উৎস খোঁজার তাগিদ প্রতিমন্ত্রীর বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি টেকসই উন্নয়নে সময়োপযোগী আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য জামিন নামঞ্জুর, কারাগারে ইশরাক ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পুলিশ কর্মকর্তা কঙ্গোতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা কমলাপুর আইসিডি’র নিয়ন্ত্রণ নৌপরিবহন মন্ত্রণালয়কে নিতে সুপারিশ ভোট কম পড়ার বড় ফ্যাক্টর বিএনপি : ইসি আলমগীর অভিবাসী কর্মীদের টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার

ভোট ডাকাতির অভিযোগ পরাজয়ের বেদনা ভুলতে: কাদের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯
  • ১০২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বিএনপির ‘ভোট ডাকাতির’ অভিযোগ পরাজয়ের বেদনা ভুলতে- পাল্টা প্রতিক্রিয়ায় বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকরদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

গত ৩০ ডিসেম্বরের ভোটে আওয়ামী লীগ ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছে। এককভাবে ২৫৭টি আসন আর জোটগতভাবে ২৮৮টি আসন পায় তারা। আর আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জেতেন আরো একটি আসনে।

বিএনপি ও তার জোট আসন পায় কেবল আটটি আর ভোট পায় সাড়ে ১৩ শতাংশ। দলটির দাবি, আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে এবং ভোটের দিন তাদের সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দিয়ে তাদের প্রার্থীদের হারানো হয়েছে। এই নির্বাচনকে ভোট ডাকাতি বলছে তারা।

তবে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, কারচুপি করে এত বড় জয় পাওয়া সম্ভব নয়। আর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানাপ্রান্ত থেকে সরকারকে অভিনন্দনও জানানো হয়েছে হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘এবারই প্রথম সরকার গঠনের আগে গণতান্ত্রিক দেশগুলোর সমর্থন এবং শুভেচ্ছা আমাদের প্রধানমন্ত্রী পেয়ে গেছেন।…কাজেই এ ধরনের দাবি অবান্তর, কোনো যৌক্তিকতা নেই। নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনো প্রকার বিতর্ক নেই। আন্তর্জাতিক বিশ্ব থেকে কোনো প্রশ্ন আমরা এখন পর্যন্ত পাইনি।’

‘তারা নির্বাচনে হেরে গেছেন বলেই হেরে যাওয়ার বেদনা থেকেই এসব প্রশ্ন, এসব অভিযোগ তুলছেন এবং তাদের এই অভিযোগ ধোপে টেকে না।’

ভোট নিয়ে জনগণ ‘খুব খুশি’ দাবি করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘আপনারা জনগণের মতামত নিতে পারেন, জনগণ এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে।…জনগণের কোনো প্রশ্ন নেই, প্রশ্ন আছে শুধু বিরোধী মনের কিছু রাজনৈতিক দলের।’

কাদের মনে করেন নেতাকর্মীদের চাঙ্গা রাখতে হলে গরম কথা বলতে হয় বলে বিএনপি তাই করছে।

বিএনপি এবং তার জোট জাতীয় ঐক্যফ্রন্টের নতুন নির্বাচনের দাবিতে ‘হাস্যকর’ এবং ‘মামা বাড়ির আবদার’ বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের নেতা।

বলেন, ‘যেখানে ভোট নিয়ে কোনো প্রশ্ন নেই, বিতর্ক নেই, যেখানে গণতান্ত্রিক বিশ্ব উল্টো সমর্থন দিয়েছে, সেখানে এ ধরনের সংলাপের কোনো যৌক্তিকতা কিংবা বাস্তবতা কিংবা প্রয়োজনীয়তা এ মুহূর্তে নেই।’

আগামী অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে বলেও জানান কাদের। সবশেষ ২০১৬ সালের অক্টোবরের সম্মেলনেই তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন।

বাংলা৭১নিউজ/জেড এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com