শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

দুর্নীতি দমন কমিশনের ৭৫ কর্মকর্তার পদোন্নতি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ২০৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৭৫ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। সোমবার সংস্থাটির পরিচালক (প্রশাসন ও সংস্থাপন) জালাল সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পরিচালক পদে ১৩, উপ-পরিচালক পদে ২৭ ও সহকারী পরিচালক পদে ৩৫ জনের পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন:

উপ-পরিচালক থেকে পরিচালক: দুদক প্রধান কার্যালয়ের এটিএম ফজলুল হক, আব্দুল্লাহ আল জাহিদ, মো. কামরুল আহসান, গোলাম শাহরিয়ার চৌধুরী, মো. জুলফিকার আলী, মো. মনিরুজ্জামান খান, মো. মাহমুদ হাসান, মো. মনজুর মোরশেদ, এসএম মফিদুল ইসলাম ও সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর মো. মোরশেদ আলম।

এছাড়া কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শফিকুর রহমান ভুইয়া, যশোর কার্যালয়ের আব্দুল গাফফার ও রাজশাহী কার্যালয়ের মো. আবদুল করিমকে পরিচালক করা হয়েছে।

সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক: দুদক প্রধান কার্যালয়ের মো. আইয়ুব আলী খান, মো. আলী আকবর, দেওয়ান শফিউদ্দিন আহমদ, কামরুজ্জামান, মো. মাহমুদুর রহমান, মো. মনিরুজ্জামান, মো. মাসুদুর রহমান, এএসএম সাজ্জাদ হোসেন, আশিস কুমার পুন্ডু, ফারজানা ইয়াসমিন, মো. ফারুক আহমেদ, সেলিনা আকদার মনি, মো. নাজমুল হাসান, মো. মোয়াজ্জেম হোসেন, মো. নাজমুস সাদাত ও মো. জাকারিয়া।

এছাড়া সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহাকরী পরিচালক মো. নুর ই আলম, মো. জাহঙ্গীর আলম, পুটুয়াখালী কার্যালয়ের দেবব্রত মন্ডল, কুষ্টিয়া কার্যালয়ের হাফিজুল ইসলাম, রংপুর কার্যালয়ের আবু হেনা আশিকুর রহমান, ময়মনসিংহ কার্যালয়ের মো. মোস্তাফিজুর রহমান, নোয়াখালী কার্যালয়ের মো. মশিউর রহমান, ফরিদপুর কার্যালয়ের নাসির উদ্দিন আহমেদ, যশোর কার্যালয়ের বেগম রিজিয়া খাতুন, হবিগঞ্জ কার্যালয়ের মো. নুরুল হুদা ও জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর অজয় কুমার সাহা উপ-পরিচারলক পদে পদোন্নতি পেয়েছেন।

উপ-সহকারী পরিচালক থেকে সহকারী পরিচালক: দুদক প্রধান কার্যালয়ের আবু বকর সিদ্দিক, মো. ওয়াহিদুজ্জামান, মো. আবুল বাশার, আকবর আলী, মো. ইসমাইল হোসেন, সিলভিয়া ফেরদৌস, মো. জয়নাল আবেদীন, রাফি মোহাম্মদ নাজমুস সাদাত, ফাতেমা সরকার, নেয়ামুল আহসান গাজী, আজিজুল হক, নুরজাহান পারভীন, আফরোজা হক খান, মো. সাইফুল ইসলাম, আবদুল কাদের ভুইয়া, সোহানা আকতার, ওমর ফারুক, মো. মনোয়ারুল ইসলাম, জিএম আহসানুল কবির, মো. সাইদুজ্জামান, মো. তাজুল ইসলাম ভুইয়া, মো. রুহুল আমীন, সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর মেফতাহুল জান্নাত, মানসি বিশ্বাস, মাহবুবুল আলম ও ঢাকা-২ এর আতাউর রহমান সরকার।

এছাড়া কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোস্তাফ বোরহান উদ্দিন আহমদ, খুলনা জেলা কার্যালয়ের মো. মোশরাফ হোসেন, তরুণ কান্তি ঘোষ, যশোর কার্যালয়ের মো. রফিক উদ্দিন খান, তানবির আহমদ, সিলেট কার্যালয়ের সরকার মনজুর আহমেদ, পাবনা কার্যালয়ের মো. সিরাজুল হক, কুষ্টিয়া মো. মাহফুজুল ইসলাম ও রাঙামাটি জেলা কার্যালয়ের আবুল বাশারকে সহকারী পরিচালক করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেড এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com